সৌদি ভিসার জন্য ভারতীয়দের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সৌদি ভিসার জন্য ভারতীয়দের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না


সৌদি আরবের ভিসা পেতে এখন থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) লাগবে না ভারতীয়দের। বৃহস্পতিবার নয়াদিল্লির সৌদি দূতাবাস এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।


আবেদনপত্র দ্রুত প্রক্রিয়াকরণ, ট্যুর সংস্থাগুলোর সহজ ব্যবস্থাপনা এবং পর্যটকদের যেন বেশি কাগজপত্র জমা দেয়ার যন্ত্রণা পোহাতে না হয় তাই সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।


এক টুইটে সৌদি দূতাবাস জানায়, ‘ভারতের সাথে শক্তিশালী সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্বের পরিপ্রেক্ষিতে, দেশটির নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দেয়ার হাত থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।’


এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে রিয়াদে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এন রাম প্রসাদ আরব নিউজকে জানায়, এই সিদ্ধান্তে আমরা খুব খুশি। এর ফলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো মজবুত হবে।

কোন মন্তব্য নেই