টুইটারে নিষিদ্ধ নিউ ইয়র্ক টাইমস-সিএনএন সাংবাদিক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টুইটারে নিষিদ্ধ নিউ ইয়র্ক টাইমস-সিএনএন সাংবাদিক


ইলোন মাস্কের খবরাখবর প্রকাশ করেন এমন কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট হঠাৎ করে স্থগিত করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস, সিএনএন ও ওয়াশিংটন পোস্টের মতো নামি সংবাদমাধ্যমের সাংবাদিক রয়েছেন এ তালিকায়। তারা গতকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে টুইটার ব্যবহার করতে পারছেন না। খবর বিবিসি।


টুইটারের এক মুখপাত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে বলেছেন, নিষেধাজ্ঞাটি বিষয়টি কারো অবস্থানের ডেটা লাইভ শেয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত।


এর আগে গত বুধবার (১৪ ডিসেম্বর) মাস্কের ব্যক্তিগত জেট প্লেন ট্র্যাক করে এমন একটি প্রোফাইল বন্ধ করে দেয়া হয়। আইনি ব্যবস্থা নেয়ারও ঘোষণা আসে।


নিষিদ্ধ সাংবাদিকদের তালিকায় আরো রয়েছে দ্য ইন্টারসেপ্ট, ম্যাশেবলের সাংবাদিক এবং ফ্রিল্যান্সার অ্যারন রুপার ও টনি ওয়েবস্টার।


টুইটারের এই কাণ্ডকে ‘সন্দেহজনক ও দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন নিউ ইয়র্ক টাইমসের এক মুখপাত্র। সংবাদমাধ্যমটি বা রিপোর্টার রায়ান ম্যাক কেউই এই পদক্ষেপের জন্য কোন ব্যাখ্যা পাননি বলেও জানানো হয়।


অ্যাকাউন্ট নিষিদ্ধ করাকে ‘অযৌক্তিক’ বললেও অবাক হয়নি বলে জানিয়েছে সিএনএন।


এ দিকে ইলোন মাস্ক বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করেননি। তবে এক টুইট বার্তায় বলেছেন, সারাদিন আমার সমালোচনা পুরোপুরি ঠিক আছে। তবে আমার রিয়েল-টাইম অবস্থান ডক্সিং বা প্রকাশ ও আমার পরিবারকে বিপন্ন করা ঠিক নয়।


ডক্সিং বলতে এমন অ্যাকাউন্টের কথা বোঝানো হচ্ছে, যারা অনলাইনে অন্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে;  এ জন্য টুইটারে সাত দিনের অস্থায়ী স্থগিতের নিয়ম রয়েছে বলেও জানান।


টুইটারের নিরাপত্তার প্রধান এলা আরউইন জানান, নিষেধাজ্ঞাগুলো বুধবার থেকে চালু হওয়া নতুন একটি নিয়মের সঙ্গে সম্পর্কিত। যা রিয়েল টাইম অবস্থানের তথ্য সরাসরি টুইটারে শেয়ার বা ভ্রমণের রুট তৃতীয়-পক্ষের কাছে শেয়ারসহ কিছু বিষয় অন্তর্ভুক্ত করে।


এর আগে ইলোন মাস্কের ব্যক্তিগত উড়োজাহাজ সম্পর্কিত জ্যাক সুইনির অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। 

কোন মন্তব্য নেই