বাংলালিংক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ সই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলালিংক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ সই


শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলালিংকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস (আইবিএ)। এর মাধ্যমে  শিক্ষার্থীরা বাংলালিংকের অভিজ্ঞ কর্মকর্তাদের কাছে প্রশিক্ষণের পাশাপাশি তরুণদের টেলিকম কোম্পানিটির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে।


বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ ও আইবিএ জাবির  অধ্যাপক ও পরিচালক ড. কে. এম. জাহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের ট্যালেন্ট ম্যানেজমেন্ট লিড স্পেশালিস্ট এশানি সাধুখান, আইবিএ জাবির সহযোগী অধ্যাপক শাহরিয়ার কবির ও আইবিএ জাবির সহকারী অধ্যাপক পলাশ সাহা ও বাংলালিংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।


এই চুক্তির আওতায় আইবিএ জাবি শিক্ষার্থীরা বাংলালিংকের লার্ন ফ্রম দ্য লিডারস, লার্ন ফ্রম দ্য স্টার্টআপস, ক্যাম্পাস টু করপোরেট, ক্যারিয়ার বুটক্যাম্প, ক্লাব কোলাবোরেশন, অন স্পট ইন্টার্নশিপ অ্যান্ড জব অ্যাসেসমেন্ট, স্ট্র্যাটেজিক অ্যাসিসটেন্ট প্রোগ্রাম, অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম, ক্যাম্পাস অ্যামব্যাসেডর প্রোগ্রাম, ওমেনটর এবং ইনোভেটর্সসহ তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়াও তাদের পাঠ্যক্রমে বাংলালিংকের বিভিন্ন কেইস স্টাডি অন্তর্ভুক্ত করা হবে।


বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন,  আমরা দেশের মেধাবী তরুণদের ক্ষমতায়নে আগ্রহী যাতে তারা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে পারে। আইবিএর গ্রাজুয়েটরা এরইমধ্যে বিভিন্ন খাতে পেশাদার হিসেবে তাদের যোগ্যতা প্রমাণ করেছে।


কোন মন্তব্য নেই