মাস্কের ব্যক্তিগত জেটের ওপর নজরদারি করায় টুইটার অ্যাকাউন্ট বন্ধ
অনলাইনে ইলোন মাস্কের ব্যক্তিগত জেটের ওপর নজরদারি ও এ সম্পর্কিত তথ্য প্রকাশ করায় জ্যাক সুইনি নামের এক ব্যবহারকারীর টুইটার অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) থেকে ওই অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। খবর এপি।
মালিকানা অধিগ্রহণের পর এ মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মে নতুন ব্যবহারকারীদের মত প্রকাশের স্বাধীনতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন টেসলা ও স্পেসএক্সের মালিক। তার উল্টো নজির পাওয়া গেল জ্যাকের ক্ষেত্রে।
প্রতিবেদনে বলা হয়, বন্ধের কয়েক ঘণ্টার মধ্যে টুইটার অ্যাকাউন্টটি ফেরত দেয়া হয়। তবে নতুন শর্ত জুড়ে দেয়া হয়।
টুইটারে পক্ষ থেকে বলা হয়, ব্যক্তিগত নিরাপত্তা বিবেচনায় এখন থেকে কারো বর্তমান অবস্থান শেয়ার করা যাবে না। এর কিছুক্ষণের মধ্যেই পুনরায় বন্ধ করে দেয়া হয় জ্যাক সুইনির অ্যাকাউন্ট।
গতকাল লস অ্যাঞ্জেলেসে ছেলেকে বহন করা গাড়ি আক্রান্ত হওয়ার খবর টুইট করেন মাস্ক। এর কিছুক্ষণের মধ্যে জ্যাক সুইনি টুইটার থেকে অদৃশ্য হয়ে যান।
বিশ বছর বয়সী প্রোগ্রামার জ্যাক সুইনির টুইটার অ্যাকাউন্টের নাম ‘ইলনজেট ফ্লাইট ট্র্যাকিং’। গতকাল বুধবারের (১৪ ডিসেম্বর) আগে পর্যন্ত অনুসারী ছিল ৫ লাখ ২৬ হাজার।
২০২০ সাল থেকে ফ্লোরিডার এই তরুণ এমন প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যার মাধ্যমে বিখ্যাত ব্যক্তিদের জেট প্লেনের গতিবিধি দেখা যায়। মাস্ক ছাড়াও বিল গেটস ও জেফ বেজোসের জেট প্লেনের গতি ও অবস্থান তার হাতের মুঠোতে। সে সবের জন্য টুইটারে তিনি কয়েকটি অ্যাকাউন্ট রেখেছেন। যদিও ব্যক্তিগত অ্যাকাউন্টসহ সবগুলো মুছে দেয়া হয়েছে।
পরিবারিক ক্ষতির অভিযোগে ইলোন মাস্ক আইনি পদক্ষেপ নেয়ারও হুমকি দিয়েছেন। তবে সুইনির বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হবে, তা স্পষ্ট নয় এখনো।
এদিকে অ্যাসোসিয়েট প্রেসের (এপি) কাছে দেয়া সাক্ষাত্কারে সুইনি বলেছেন, এটা বাক স্বাধীনতা, অথচ ইলোন মাস্ক নিজেই এর উল্টোটা করছেন।
গত বছর মাস্ক নিজের গতিবিধির তথ্য গোপন রাখতে জ্যাক সুইনিকে পাঁচ হাজার ডলারের প্রস্তাব দেন। পরবর্তীতে সেই যোগাযোগ আর এগোয়নি। গত অক্টোবরে টুইটার অধিগ্রহণ করলেও শুরুতে এই অ্যাকাউন্ট নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি মাস্ক।
কোন মন্তব্য নেই