চীনে ভোক্তা ব্যাংকিং ব্যবসা গুটিয়ে নিচ্ছে সিটি
একটি বিবৃতিতে সিটিগ্রুপ জানিয়েছে, চীনে ভোক্তা ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত প্রায় ১ হাজার ২০০ জন কর্মীকে প্রভাবিত করবে। তাদের চীনের অন্যান্য ব্যাংকিং কিংবা বিশ্বজুড়ে চলা কার্যক্রমে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ভোক্তা ব্যাংকিং গুটিয়ে নেয়ায় দেশটিতে সংস্থাটির আমানত, বীমা, বন্ধক, বিনিয়োগ, ঋণ ও কার্ড কার্যক্রমে প্রভাব পড়বে।
মুনাফা ও শেয়ারদরে সমকক্ষদের সঙ্গে প্রতিযোগিতা করতে প্রধান নির্বাহী জেন ফ্রেজারের কৌশলের অংশ হিসেবে বিভিন্ন বাজার থেকে ভোক্তা ব্যাংকিং ব্যবসা থেকে বেরিয়ে আসছে সিটিগ্রুপ। গত বছর শীর্ষ পদে দায়িত্ব নেয়ার পর জেন ফ্রেজার এশিয়া, ইউরো, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও মেক্সিকোরসহ ১৪টি বাজারে ভোক্তা ব্যাংকিং গুটিয়ে সিটিগ্রুপের ব্যবসাকে সরল করার প্রতিশ্রুতি দেন।
এ পদক্ষেপের মাধ্যমে আরো লাভজনক প্রাতিষ্ঠানিক ও সম্পদ ব্যবস্থাপনা ব্যবসায় মনোযোগ বাড়াতে চাইছে সিটি। এরইমধ্যে বেশ কয়েকটি দেশের খুচরা ব্যাংকিং কার্যক্রম বিক্রি কিংবা বন্ধ করে দিয়েছে বহুজাতিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানটি।
কোন মন্তব্য নেই