ডেনমার্কে মেটার ডাটা সেন্টার স্থাপন স্থগিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডেনমার্কে মেটার ডাটা সেন্টার স্থাপন স্থগিত


ডেনমার্কের ওডেন্সে নতুন দুটি ডাটা সেন্টার স্থাপনের সিদ্ধান্ত স্থগিত করেছে মেটা। এর পরিবর্তে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে নতুন ধরনের ডাটা সেন্টার ব্যবহারে মনোনিবেশ করবে বলে এক মুখপাত্র সূত্রে জানা গিয়েছে। খবর রয়টার্স।


ওডেন্সে এরই মধ্যে মেটার দুটি বড় ডাটা সেন্টার রয়েছে। তবে বর্তমানে নতুন করে যে তিনটি ডাটা সেন্টার তৈরি করা হচ্ছে, সেগুলোর মধ্যে মাত্র একটির নির্মাণ সম্পন্ন হবে। রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে মেটার মুখপাত্র পিটার মুনস্টার বলেন, গত এক মাসে মেটাকে আরো সুসংগঠিত প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপনের জন্য আমরা বেশকিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছি।


তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় কৌশলগত বিনিয়োগের পাশাপাশি আমাদের সম্পদগুলোকে উচ্চ অগ্রাধিকার অঞ্চলে স্থানান্তর করার অংশ হিসেবে এসব উদ্যোগ নেয়া হচ্ছে। অন্যদিকে গত কয়েক প্রান্তিকে আশানুরূপ আয় ও মুনাফা অর্জন না করতে পারায় গত মাসে মেটা ১১ হাজার কর্মসংস্থান কমানোর ঘোষণা দিয়েছিল, যা প্রতিষ্ঠানটির ১৮ বছরের ইতিহাসে প্রথম।


প্রতিষ্ঠানটির প্রচলিত ডাটা সেন্টারগুলোয় ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য অ্যাপের সার্ভার রয়েছে। মুনস্টার বলেন, তবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে যে গণনা কার্যক্রম দরকার, তার জন্য নতুন প্রজন্মের ডাটা সেন্টার জরুরি। গত আগস্টে ওডেনসে ওই দুটি ডাটা সেন্টারের নির্মাণ কাজ শুরু হয়েছিল। তবে গত ১৩ ডিসেম্বর মেটা এ চুক্তি বাতিল করেছে।

কোন মন্তব্য নেই