উন্নত সেমিকন্ডাক্টর তৈরিতে স্যামসাংয়ের নতুন দল
অন্যদিকে চিপ রফতানিতেও চীনের ব্র্যান্ডগুলোকে যুক্তরাজ্য সরকার কোনো সবুজ সংকেত দেয়নি। যুক্তরাষ্ট্রের বিশ্বাস, চীন ও রাশিয়ায় চিপ ও প্রযুক্তি রফতানি করা হলে তা শুধু সামরিক খাতে ব্যবহার হতে পারে। দুর্ভাগ্যবশত আলিবাবা আর্মের নতুন ডিজাইনের চিপ ব্যবহার করতে পারবে না।
আর্মের নতুন একটি ডিজাইনের চিপকে অধিক কার্যক্ষমতার সেমিকন্ডাক্টর হিসেবে আখ্যা দিচ্ছেন প্রযুক্তিবিদ ও বিশ্লেষকরা। এ বিষয়ে অবগত একটি সূত্রমতে, নিওভার্স ভি চিপ চীনে সরবরাহ করা হতে পারে। তবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে টানাপড়েন থাকায় প্রতিষ্ঠানটি তাদের পণ্যের প্রচারণা বন্ধ রেখেছে।
প্রযুক্তি বাজারে আর্ম চিপ উৎপাদনকারী জায়ান্ট হিসেবে পরিচিত। স্মার্টওয়াচসহ যেকোনো ওয়্যারেবলের জন্য সেরা চিপ উৎপাদন থেকে শুরু করে প্রতিষ্ঠানটি স্যামসাং ও অন্যান্য প্রতিষ্ঠানকে সাশ্রয়ী মূল্যে সেরা ডিজাইন সরবরাহ করে। এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, নিওভার্স ভার্সন ২ যুক্তরাষ্ট্র থেকেই এসেছে। দ্য গার্ডিয়ান প্রকাশিত প্রতিবেদনে আর্ম জানায়, সেমিকন্ডাক্টর বাজারে যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে তা প্রতিষ্ঠানটির জন্য অন্যতম একটি সমস্যা।
অন্যদিকে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন চীনের বিরুদ্ধে প্রচারণা অব্যাহত রেখেছে এবং সেরা চিপ কেনা থেকে দেশটিকে বাধা দিচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক আর্টিকেল অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকার ওয়াইএমটিসিকেও নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। রফতানি-সংক্রান্ত বিধি লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
যুক্তরাষ্ট্র সরকার জানতে পারে, ওয়াইএমটিসি এখন চীনের হুয়াওয়ের কাছে ন্যান্ড মেমোরি চিপ সরবরাহ করে, যে কারণে বাইডেন প্রশাসন প্রতিষ্ঠানটিকে নিয়ম মেনে চলার জন্য ৬০ দিন সময় দিয়েছে। তা না হলে প্রতিষ্ঠানটিকে চিরতরে নিষিদ্ধ তালিকায় যুক্ত করা হবে।
কোন মন্তব্য নেই