মাস্কের ফ্লাইট ট্র্যাকিং অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাস্কের ফ্লাইট ট্র্যাকিং অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার


ইলোন মাস্কের ফ্লাইট ট্র্যাকিংয়ের ইলোনজেট অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। সম্প্রতি ব্যক্তিগত তথ্য ও মিডিয়া নীতি আপডেট করেছে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি। নীতিমালায় লাইভ লোকেশনের তথ্য শেয়ারের সুবিধা নিষিদ্ধ করা হয়েছে। ইলোনজেটের পাশাপাশি অন্যান্য ফ্লাইট ট্র্যাকিং অ্যাকাউন্টগুলোও বন্ধ করা হয়েছে। খবর টেকক্রাঞ্চ।


প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ইলোন মাস্কের ব্যক্তিগত বিমানের অবস্থানসংক্রান্ত তথ্য প্রকাশ করত ইলোনজেট টুইটার অ্যাকাউন্টটি। মাস্ক গত ৬ নভেম্বরে এক টুইটে বলেছিলেন, আমি মত প্রকাশের স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমার ব্যক্তিগত জেটের তথ্য শেয়ার করলেও অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করা হবে না। তবে এখন মনে হচ্ছে মাস্ক এক মাসে তার সিদ্ধান্ত বদলেছেন।


সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জ্যাক সুইনি ইলোনজেট টুইটার অ্যাকাউন্টটি চালু করেছিলেন। সুইনি একই রকম আরো কয়েকটি ভুয়া বা বট অ্যাকাউন্ট পরিচালনা করেন, যা মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তি মুঘলদের ব্যক্তিগত জেট কার্যকলাপ ট্র্যাক বা অনুসরণ করে। সুইনির ইলোনজেট অ্যাকাউন্টটি বন্ধ করা হলেও অন্য কোনো অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়নি। টুইটার থেকে অ্যাকাউন্ট খোয়ানোর পর পরই ম্যাস্টোডনে ইলোনজেটের একটি অ্যাকাউন্ট খুলেছেন সুইনি। অ্যাকাউন্টটি দীর্ঘদিন ধরে মাস্কের গলার কাঁটা হয়েছিল।

কোন মন্তব্য নেই