ফাইনালে আর্জেন্টিনার একাদশে ডি মারিয়া

আর একটু পরই শুরু হবে কাতার বিশ্বকাপের প্রতীক্ষিত ফাইনাল। ৩৬ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জিততে মরিয়া আর্জেন্টিনা ফাইনালের মূল একাদশে ফিরিয়েছে উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। তিনি খেলবেন লিওনার্দো পারেদেসের জায়গায়। চোটের কারণে আগে কয়েকটি ম্যাচ খেলা হয়নি ডি মারিয়ার।
ফ্রান্স দলে দুটি পরিবর্তন এসেছে। ইব্রাহিম কোনাতের জায়গায় এসেছে দায়োত উপামেকানো ও ইউসুফ ফোফানার জায়গায় খেলবেন আদ্রিয়েন রাবিও।
আর্জেন্টিনা একাদশ:
মার্টিনেজ, মলিনা, ওতামেন্দি, রোমেরো, তালিয়াফিকো, ডি ডল, ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, ডি মারিয়া, আলভারেজ ও মেসি।
ফ্রান্স একাদশ:
লরিস, কুন্দে, ভারানে, উপামেকানো, হার্নান্দেজ, চুয়ামেনি, রাবিও, গ্রিজম্যান, দেম্বেলে, এমবাপ্পে ও জিরু।
কোন মন্তব্য নেই