ফাইনালের রেফারি, কে এই মার্সিনিয়াক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফাইনালের রেফারি, কে এই মার্সিনিয়াক


এই বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচে রেফারি থাকবেন সাইমন মার্সিনিয়াক। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মঞ্চে তিনিই প্রথম পোলিশ রেফারি। ২০১১ সাল থেকে ফিফার তালিকাভুক্ত রেফারি ৪১ বছর বয়সী মার্সিনিয়াক।


ছোটবেলায় তার বাবা ভেবেছিলেন তাকে সাইক্লিস্ট বানাবেন। কারণ বেশকিছু প্রতিযোগিতায় তিনি সাইক্লিং করে রীতিমতো সবাইকে লাগিয়ে দিয়েছিলেন। শেষে যখন তিনি সিদ্ধান্ত নিলেন, সাইকেল নয়, ফুটবলই ভালোবাসেন তিনি, তারা বাবা সত্যিই হতাশ হয়েছিলেন। 


পেশাদার ফুটবলার হিসেবে উল্লেখ করার মতো ক্যারিয়ার তার কখনোই ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে ফুটবলের কোনো নিয়মেরই তোয়াক্কা করতেন না মার্সিনিয়াক। ফুটবলে নিজের ক্যারিয়ারের শুরুর দিককার কথা মনে করে এখন নিজেকে ‘‌ঘাড়ত্যাড়া’ বলতেও দ্বিধা করেন না তিনি। 


এরই মধ্যে কাতারে দুটি ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন মার্সিনিয়াক। গ্রুপ পর্বে ফ্রান্স বনাম ডেনমার্ক ও শেষ ষোলোতে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ পরিচালনা করেন তিনি। দুই ম্যাচে সব মিলিয়ে পাঁচটি হলুদ কার্ড দেন, নেই কোনো লাল কার্ড ও পেনাল্টি। 


এ বিশ্বকাপে বিতর্কিত রেফারিং নিয়ে আলোচনার পর বিতর্কহীন মার্সিয়ানিককে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

কোন মন্তব্য নেই