আর্জেন্টিনা ও ফ্রান্সের শুরুর একাদশ ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আর্জেন্টিনা ও ফ্রান্সের শুরুর একাদশ ঘোষণা


বিশ্বকাপের ফাইনালে রাত ৯টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। লুইসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের দেড় ঘণ্টা আগেই শুরুর একাদশ ঘোষণা করেছে আর্জেন্টিনা ও ফ্রান্স।


ক্যামেল ফ্লু’র কারণে শঙ্কায় থাকা রাফায়েল ভারানে ও অলিভার জিরোড আছেন ফ্রান্সের একাদশে। আছেন আদ্রিয়েন র‌্যাবিওটও। অন্যদিকে আর্জেন্টিনার শুরুর একাদশে আছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। যথারীতি আছেন লিওনেল মেসি ও আলভারেজ।


অন্যদিকে ফ্রান্সের মিডফিল্ডার আউরেলিয়েন চুয়োমেনি ও থিও হার্নান্দেজ শুক্রবার অনুশীলন না করলেও একাদশে আছেন।


ফ্রান্স এবং আর্জেন্টিনা উভয় দলই ৪-৩-৩ ফরমেশনে খেলবে।


ফ্রান্সের একাদশ:

হুগো লরিস; কাউন্ডে, ভারানে, উপমেকানো, থিও হার্নান্দেজ , আঁতোয়ান গ্রিজমান, চুয়োমেনি, র‌্যাবিওট, ওসমানে দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে ও অলিভার জিরোড।


আর্জেন্টিনার একাদশ:

মার্টিনেজ, মোলিনা, রোমেরো, ওটামেন্ডি, তাগলিয়াফিকো, ডি মারিয়া, ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

কোন মন্তব্য নেই