ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন শুরু মঙ্গলবার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন শুরু মঙ্গলবার


ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো কোড সামুরাই আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন ২০২২ শুরু হতে যাচ্ছে। ২০ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এর উদ্বোধন করবেন।


গতকাল ঢাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের ৫০টি দল অংশ নেবে। লিখিত বক্তব্যে হ্যাকাথন ২০২২-এর আহ্বায়ক অধ্যাপক ড. উপমা কবির বলেন, হ্যাকাথন এক ধরনের প্রবলেম বেজড প্রোগ্রামিং প্রতিযোগিতা। হ্যাকাথনে অংশ নেয়া প্রতিযোগীরা বিভিন্ন ধরনের বৈশ্বিক কিংবা স্থানীয় সমস্যার সফটওয়্যারভিত্তিক সমাধান বের করার সুযোগ পায়। আধুনিক প্রযুক্তি শিল্পের বিকাশ ও মানুষের জীবনধারার উন্নতিতে দারুণভাবে ভূমিকা রাখছে।


তিনি বলেন, ইন্টারনেট অব থিংস (আইওটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ও রোবোটিকস এখন প্রযুক্তিনির্ভর সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাই কোড সামুরাই হ্যাকাথনের লক্ষ্য হলো শিক্ষার্থীদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুত করা, যাতে তারা সমাজ ও অর্থনীতিতে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হ্যাকাথন আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ, এক্সিকিউটিভ কমিটির সদস্য বিজেআইটি লিমিটেডের সিওও ড. মেহেদী মাসুদ, জান্নাতুন সাদিয়াত ও নাহো কাটসুকি।

কোন মন্তব্য নেই