ল্যান্ডস্কেপ ভিডিও মোডের পরীক্ষা চালাচ্ছে টিকটক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ল্যান্ডস্কেপ ভিডিও মোডের পরীক্ষা চালাচ্ছে টিকটক


নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী নিয়ে ল্যান্ডস্কেপ মোডের পরীক্ষা চালাচ্ছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। বিশেষজ্ঞদের মতে, নতুন মোডটি ইউটিউবের মতো প্রতিযোগী ভিডিও শেয়ারিং প্লাটফর্মের বিপরীতে টিকে থাকতে সহায়তা করবে। খবর বিবিসি।


পোর্ট্রেট মোডে ভিডিও ধারণ করার সুবিধা দিয়ে বিশ্বে দ্রুত বিস্তার পাওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের স্বীকৃতি পেয়েছে টিকটক। স্বীকৃতি পেলেও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় অ্যাপটির কার্যক্রম বন্ধের দাবি উঠেছে।


আলোচনা-সমালোচনার মধ্যে প্লাটফর্মটি চলতি বছরই ১০ মিনিট দীর্ঘ ভিডিও হোস্টিং সুবিধা চালুর কথা জানিয়েছিল। আগে চীনের বাইটড্যান্স মালিকানাধীন প্লাটফর্মটিতে সর্বোচ্চ ৩ মিনিটের ভিডিও আপলোড করা যেত। বাজার বিশ্লেষক দ্য হার্ট অব টেক প্রতিষ্ঠাতা ক্যারোলিনা মিলানেসির মতে, টিকটক অ্যাপে ল্যান্ডস্কেপ মোড যোগ হলে তা প্লাটফর্মটিকে আরো আকর্ষণীয় করবে।

কোন মন্তব্য নেই