আগামী বছর শেষে সুইচ প্রো আনবে নিনতেনদো
কম্পিউটারের পর হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের জনপ্রিয়তা বর্তমানে তুঙ্গে। এদিক থেকে ভালভের স্টিম ডেক ও নিনতেনদোর সুইচ ডিভাইস বেশ প্রচলিত। চলতি বছরের শেষে বাজারে সুইচ প্রো ডিভাইস আনার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে বিশ্লেষকদের ধারণা, ২০২৩ সালের শেষ দিকে এসে নতুন ডিভাইস বাজারজাত করা হতে পারে। খবর গিজচায়না।
প্রতিষ্ঠানটির সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, যন্ত্রাংশ সংকট দূর করাই এখন নিনতেনদোর প্রধান লক্ষ্য। যে কারণে সুইচ প্রো ডিভাইস উন্মোচন আরো পেছাতে পারে। নিনতেনদো যখন প্রথম সুইচ ওএলইডি ডিভাইস প্রকাশ করে তখন প্রো ডিভাইসটির বাজারজাত দেরি হওয়ার বিষয়টিও স্পষ্ট ছিল।
সুইচ ওএলইডি ৭২০ পিক্সেলে গেম চালাতে সক্ষম। কোনো কোনো ক্ষেত্রে ডিভাইসটি ফোরকে পর্যন্ত সাপোর্ট দিতে পারে। ডিভাইসটিতে ৭ ইঞ্চির ওএলইডি স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এতে বিল্ট ইন ৬৪ গিগাবাইট স্টোরেজ দেয়া হয়েছে। এনভিডিয়ার অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার পর প্রতিবেদনে বলা হয়, আরো শক্তিশালী সুইচ ডিভাইস তৈরির জন্য প্রতিষ্ঠানটি অ্যাম্পেয়ার প্রসেসরের উন্নয়ন করছে।
গত গ্রীষ্মে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২২ সালেই নিনতেনদোর প্রো ডিভাইস আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে পারে। সাম্প্রতিক তথ্যানুযায়ী সেটি আর সম্ভব হচ্ছে না বলেই ধারণা করছেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। বিশ্লেষণে একটি বিষয় দাবি করা হচ্ছে, ২০২৩-এর ফেব্রুয়ারিতে শেষ হতে যাওয়া অর্থবছরে নিনতেনদো তাদের যন্ত্রাংশ সংকট ও উৎপাদন সমস্যার সমাধানে কাজ করবে। সেই সঙ্গে বর্তমানে প্রতিষ্ঠানটির নতুন করে কোনো পণ্য উন্মোচনের সম্ভাবনা নেই। গত বছরের তুলনায় চলতি বছর প্রতিষ্ঠানটির মুনাফায় বড় ধরনের পতন ঘটেছে। মূলত চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটিকে বড় ধরনের যন্ত্রাংশ সংকটের মধ্যে পড়তে হয়েছিল।
সে সময় থেকে প্রযুক্তিবিদ, বিশ্লেষক ও নিনতেনদো জানায়, ২০২৩ সালের মার্চ পর্যন্ত তাদের বিক্রির লক্ষ্যমাত্রায় কোনো পরিবর্তন আসবে না। পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি যন্ত্রাংশ সংকটের নেতিবাচক প্রভাব প্রশমনে কাজ করবে। তাই সামগ্রিকভাবে এটি নিশ্চিত যে ২০২৩ সালের শেষ দিকে হয়তো সুইচ প্রো ডিভাইস আসতে পারে।
কোন মন্তব্য নেই