সাড়ে ৯ কোটি ডলারে ফর্মসুইফট অধিগ্রহণ করল ড্রপবক্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাড়ে ৯ কোটি ডলারে ফর্মসুইফট অধিগ্রহণ করল ড্রপবক্স


বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবসায়িক ফর্ম ও ডকুমেন্ট তৈরি করা, সংশোধন, অনুমোদন, শেয়ার ও প্রিন্টের সুবিধা দেয় ফর্মসুইট। ৯ কোটি ৫০ লাখ ডলারে ক্লাউডভিত্তিক প্লাটফর্মটি অধিগ্রহণ করে নিয়েছে ড্রপবক্স। ১৫ ডিসেম্বর চুক্তিটি চূড়ান্ত হয়। এক ঘোষণায় ড্রপবক্স জানায়, সানফ্রান্সিসকোভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান অধিগ্রহণ সম্পন্নে নগদ ৯ কোটি ৫০ লাখ ডলার দেবে। অধিগ্রহণের পর ফর্মসুইফট ড্রপবক্স সাইন, ফর্ম, ডকসেন্ডসহ অন্যান্য পরিষেবায় সহায়তা করবে। টেকটাইমস

কোন মন্তব্য নেই