সৌদি ক্লাব আল নসরে যোগ দিতে যাচ্ছেন রোনালদো
ব্লকবাস্টার চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নসরে যোগ দিতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেয়া হাই প্রোফাইল ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে একথা জানিয়েছে।
সূত্রটি বলেছে, ৩৭ বছর বয়সী এই তারকার সাথে ‘গুরুত্বপূর্ণ আলোচনা ’ হয়েছে। কিন্তু রোনালদোর ইমেজ সত্ত্বের বিষয়ে সমঝোতা না হওয়ায় এখনো কোনো চুক্তি সম্পাদিত হয়নি। টেলিভিশন সাক্ষৎকারে ক্লাব ও কোচ এরিক টেন হাগকে নিয়ে বিস্ফোরক মন্তব্যের জেরে গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সম্পর্ক ছিন্ন হয় পর্তুগাল সুপারস্টারের।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্সার রিপোর্টে বলা হয়, বছরে দুই শ’ মিলিয়ন ইউরোর চুক্তিতে আড়াই বছরের জন্য সৌদির ক্লাবে আগামী জানুয়ারি থেকে যোগ দিতে যাচ্ছেন সিআর সেভেন।
অপরদিকে আরেকটি সূত্র বলছে, এখনো কোনো চুক্তিই সম্পাদিত হয়নি। এদিকে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন যে মোটা অংকের অর্থের বিনিময়ে সৌদি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।
গুজব সত্যি হলে কলম্বিয় গোলরক্ষক ডেভিড অসপিনা ও ক্যামেরুনের মিডফিল্ডার ভিনসেন্ট আবুবকরের সঙ্গী হবেন পাঁচবারের ব্যালন ডি’অঁর খেতাব জয়ী রোনালদো।
কাতার বিশ্বকাপের ওপেনিং ম্যাচে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছেন পর্তুগাল অধিনায়ক রোনালদো। ৩-২ গোলে জয়লাভ করা ওই ম্যাচে লক্ষ্যভেদ করায় একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপের পাঁচটি আসরে গোল করার রোকর্ড গড়েছেন তিনি।

কোন মন্তব্য নেই