কবরের ওপর ঘরবাড়ি নির্মাণ করা কি জায়েজ? - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কবরের ওপর ঘরবাড়ি নির্মাণ করা কি জায়েজ?


প্রশ্ন : আমাদের বসতভিটার সঙ্গে পুরোনো দিনের বেশ কয়েকটি কবর রয়েছে। আমাদের ভিটা সম্প্রসারণ করতে হলে কবরের ওপর ঘর নির্মাণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি জানতে চাই কবরের ওপর ঘরবাড়ি নির্মাণ করা কি জায়েজ?


উত্তর : আপনার বসতভিটার সঙ্গে থাকা কবরগুলো যদি পুরাতন ও মালিকানাধীন হয় এবং কবরস্থ ব্যক্তিদের হাড্ডি ও মাংস মাটিতে মিশে যায়-তাহলে আপনার জন্য কবররে ওপর ঘরবাড়ি নির্মাণ করা জায়েজ আছে। তবে নতুন কোনো কবরের ওপর এমনটি করার অনুমতি ইসলামে নেই।

কোন মন্তব্য নেই