আরটিএক্স ৪০৭০ টিআই বাজারজাত করবে এনভিডিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আরটিএক্স ৪০৭০ টিআই বাজারজাত করবে এনভিডিয়া


আরটিএক্স ৪০৭০ সিরিজের গ্রাফিকস কার্ড বাজারে এলেও ১২ জিবি মেমোরির কোনো ভার্সন সে সময় আনেনি উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটি আরটিএক্স ৪০৮০ ১২ জিবি গ্রাফিকস কার্ডকে আরটিএক্স ৪০৭০টিআই নামে বাজারজাতের পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নতুন গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছিল। এগুলো অনেকটা ১২জিবি আরটিএক্স ৪০৮০-এর মতোই। এতে ৭ হাজার ৬৮০ সিইউডিএ বা কুডা কোর, ২ দশমিক ৬১ গিগাহার্টজ বুস্ট ক্লক রয়েছে।

কোন মন্তব্য নেই