১০০ ওয়াটের ডুয়াল পোর্ট চার্জার আনছে ওয়ানপ্লাস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১০০ ওয়াটের ডুয়াল পোর্ট চার্জার আনছে ওয়ানপ্লাস


প্রথমবারের মতো ১০০ ওয়াটের ডুয়াল পোর্ট সুপার ফ্ল্যাশ চার্জার আনার ঘোষণা দিয়েছে ওয়ানপ্লাস। চার্জারটি ৬৫ ওয়াট পর্যন্ত পিডি ফাস্ট চার্জিং প্রটোকল সমর্থন করে। প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এতে ইউএসবি-এ ও টাইপ-সি ইন্টারফেস ডিজাইন থাকবে। খবর গিজচায়না।


নতুন ডিজাইনের এ চার্জারের মাধ্যমে একই সঙ্গে দুটি ডিভাইসে চার্জ দেয়া যাবে। এছাড়া এটি ১০০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জিংও সমর্থন করে। এর মাধ্যমে দ্রুত সময়ে সেলফোন, ট্যাবলেট, নোটবুক ও অন্যান্য ডিভাইস চার্জ দেয়া যাবে। মূলত উন্মোচনের অপেক্ষায় থাকা ওয়ানপ্লাস ১১-এর জন্য চার্জারটি তৈরি করা হয়েছে।


আনুষ্ঠানিকভাবে ওয়ানপ্লাসের পক্ষ থেকে জানানো হয়, নতুন স্মার্টফোনে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ১০০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জিং সুবিধা রয়েছে। ওয়ানপ্লাসের দাবি চার্জারটি ব্যবহারে মাত্র ২৫ মিনিটে ডিভাইস ফুল চার্জ দেয়া যাবে। পাশাপাশি ১০ মিনিটে ৫০ শতাংশ চার্জ দেয়া সম্ভব। শুধু তা-ই নয়, স্মার্টফোনের ইতিহাসে ওয়ানপ্লাস ১১-তে প্রথম দীর্ঘমেয়াদি চার্জিং সুরক্ষা ব্যবস্থা ও সেলফোন পুরনো হলেও একই গতিতে ব্যাটারি চার্জ হওয়ার প্রযুক্তি যুক্ত করা হয়েছে।


অন্যদিকে ডিভাইসটির ব্যাটারি স্ট্যাটাস বা অবস্থা সম্পর্কে জানার জন্য ১৩টি সেন্সর ও বিশেষ ম্যানেজমেন্ট চিপ রয়েছে। ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট লি জি বলেন, মোবাইল বা সেলফোন চার্জ দেয়ার বিষয়টি এখন শুধু দ্রুতগতির মধ্যেই সীমাবদ্ধ নয়। চার্জিং এখন নিরাপদ ও দীর্ঘমেয়াদি হওয়া প্রয়োজন। প্রতিষ্ঠানটি আরো জানায়, অত্যধিক তাপের মধ্যে ডিভাইসটি সাধারণভাবে চার্জ হবে। এমনকি মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও কোনো সমস্যা হবে না।


  

কোন মন্তব্য নেই