স্যাটেলাইট মেসেজিংসহ ডিফাই আনছে মটোরোলা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্যাটেলাইট মেসেজিংসহ ডিফাই আনছে মটোরোলা


একটা সময় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে মটোরোলা এক নামে পরিচিত ছিল। প্রিমিয়াম ক্যাটাগরির ডিভাইসের জন্য গ্রাহক পর্যায়ে ব্র্যান্ডটির আলাদা জায়গাও ছিল। কালের বিবর্তনে বাজার হারিয়েছে এ ব্র্যান্ড। তবে ফেরার লড়াই চলছে। এর অংশ হিসেবে এবার স্যাটেলাইট মেসেজিং ফিচারযুক্ত ডিফাই ফাইভজি স্মার্টফোন আনছে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।


অন্য একটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করার মাধ্যমে শক্তিশালী গঠনশৈলীর ডিফাই ফাইভজি স্মার্টফোন তৈরি করা হয়েছে। যুক্তরাজ্যের সেলফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বুলিট গ্রুপের সঙ্গে চুক্তির মাধ্যমে নতুন স্মার্টফোন তৈরিতে কাজ করছে মটোরোলা। বুলিট এর আগে সিএটির সঙ্গেও রাগড ফোন তৈরিতে কাজ করেছে। গত বছর এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানিয়েছিল, টু ওয়ে স্যাটেলাইট মেসেজিংয়ের সুবিধাযুক্ত বিশ্বের প্রথম স্মার্টফোন তৈরি করবে।


ডিভাইসটি হচ্ছে মটোরোলা ডিফাই ফাইভজি। দুই বছর ধরে পরিচিত একটি চিপ উৎপাদনকারী এবং একটি স্যাটেলাইট নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে বুলিট। ফলে সামনে যে হ্যান্ডসেটটি বাজারে আসবে সেটিতে ব্যবহারকারীরা সহজেই সেলুলার, ওয়াইফাই ও স্যাটেলাইট কানেক্টিভিটিতে সুইচ করতে পারবে। এটি বুলিট স্যাটেলাইট কানেক্ট নামে পরিচিত। বুলিট, মিডিয়াটেক ও স্কাইলো এর উন্নয়নে কাজ করেছে। ওয়াই-ফাই বা সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইসটি কানেক্ট না হলে বুলিটের মেসেজিং সিস্টেম স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ স্থাপন করবে।


রিসিভার প্রান্তে যারা থাকবে তারা সেলফোনে প্রতিনিয়ত মেসেজ পাবে। এমনকি বুলিট স্যাটেলাইট মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে রিপ্লাই দিতে পারবে। নতুন এ ফিচারের বিষয়ে আর কিছু জানা না গেলেও বুলিট জানায়, স্যাটেলাইট মেসেজিং পরিষেবা গ্রহণে যারা সাবস্ক্রাইব করেছে তাদের থেকেই মেসেজ ফি কেটে নেয়া হবে। রিসিভার প্রান্তে থাকা কেউ এতে ক্ষতিগ্রস্ত হবে না।

কোন মন্তব্য নেই