৩৮ বছর পর পৃথিবীতে ফিরছে নাসার স্যাটেলাইট
প্রায় চার দশকের কাছাকাছি সময় মহাশূন্যে থাকার পর পৃথিবীর দিকে ফিরে আসছে নাসার অকার্যকর আর্থ রেডিয়েশন বাজেট স্যাটেলাইট (ইআরবিএস)। গত ৬ ডিসেম্বর এক বিবৃতিতে নাসা জানায়, ইআরবিএসের যে ধ্বংসাবশেষ তাতে পৃথিবীতে তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। নাসার ধারণা, পৃথিবীতে প্রবেশের আগেই ৫ হাজার ৪০০ পাউন্ড ওজনের স্যাটেলাইটটির অধিকাংশ অংশই পুড়ে যাবে। ১৯৮৪ সালে স্পেস শাটল চ্যালেঞ্জার স্যাটেলাইটকে মহাকাশে নিয়ে যায়। এনগ্যাজেট

কোন মন্তব্য নেই