৩৮ বছর পর পৃথিবীতে ফিরছে নাসার স্যাটেলাইট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৩৮ বছর পর পৃথিবীতে ফিরছে নাসার স্যাটেলাইট


প্রায় চার দশকের কাছাকাছি সময় মহাশূন্যে থাকার পর পৃথিবীর দিকে ফিরে আসছে নাসার অকার্যকর আর্থ রেডিয়েশন বাজেট স্যাটেলাইট (ইআরবিএস)। গত ৬ ডিসেম্বর এক বিবৃতিতে নাসা জানায়, ইআরবিএসের যে ধ্বংসাবশেষ তাতে পৃথিবীতে তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। নাসার ধারণা, পৃথিবীতে প্রবেশের আগেই ৫ হাজার ৪০০ পাউন্ড ওজনের স্যাটেলাইটটির অধিকাংশ অংশই পুড়ে যাবে। ১৯৮৪ সালে স্পেস শাটল চ্যালেঞ্জার স্যাটেলাইটকে মহাকাশে নিয়ে যায়। এনগ্যাজেট

কোন মন্তব্য নেই