অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কা বধের আশায় মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কা বধের আশায় মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা


নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। এবার লক্ষ্য গ্রুপপর্বের বাকি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যাওয়া।


‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের এবারের প্রতিপক্ষ শ্রীলংকা। আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার উইলমোর পার্কে লঙ্কানদের বিপক্ষে লড়বে লাল সবুজের মেয়েরা। খেলাটি সরাসরি দেখা যাবে র‌্যাবিটহোলে।


প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মতো দলকে দাপটের সঙ্গে হারানোতে পুরো দল এখন আছে ফুরফুরে মেজাজে। এখন শুধু ধারাবাহিকতা ধরে ধাপে ধাপে বাকি ম্যাচগুলো শেষ করার পালা।


কোচ দিপু রায় চৌধুরী জানালেন আপাতত তাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যাওয়া। ‘আমাদের লক্ষ্য এখন শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আপনারা জানেন গ্রুপ চ্যাম্পিয়ন হলে পরবর্তী ধাপে বাড়তি সুবিধা পাওয়া যাবে। আমরা চাচ্ছি সেটা।’


বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে পরের পর্বে পাবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ। কোচের নজর এখন সেখানেই।


প্রায় তিন বছর ধরে এই দল একসঙ্গে বেড়ে উঠছে। ফলে নিজেদের মধ্যে বোঝাপোড়াটাও ভালো। এতে করে সুফল পাওয়া যাচ্ছে ম্যাচের ফলে।


কোচ বলেন, ‘ওদের টিম স্পিরিট আছে। একসঙ্গে আছে বলে টিম স্পিরিট অনেক ভালো। আমরাও তাদের নিয়ে আশাবাদী।’


বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মিষ্টি সাহা, আফিফা প্রত্যাশা, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস (অধিনায়ক), মারুফা আক্তার, দিপা খাতুন, আশরাফি ইয়াসমিন অর্থি ও লেকি চাকমা।

কোন মন্তব্য নেই