বার্সার কাছে হারকে ‘অপমানজনক’ বলা অসম্মানের: আনচেলত্তি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বার্সার কাছে হারকে ‘অপমানজনক’ বলা অসম্মানের: আনচেলত্তি


প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে নতুন বছরে মৌসুমের প্রথম শিরোপা জিতে বার্সেলোনা। সুপার কোপার ফাইনালে কাতালান ক্লাবটি লস ব্লাংকোসদের পাত্তাই দেয়নি। তবে এমন অসহায় আত্মসমর্পণকে অপমানজনক হার বলতে চান না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। 


রোববার (১৬ জানুয়ারি) রাতে রিয়াদে রিয়ালকে ৩-১ গোলে উড়িয়ে দেয় বার্সা। হারের পর আনচেলত্তি এমন মন্তব্য করেন। ‘অপমানজনক বলাটা অসম্মানের। লিগা তাদেরকে হারানোর মতো আজ আমরাও হেরেছি। তারা ভালো খেলেছে, জয় প্রাপ্য। এটাই।’


লা লিগায় শীর্ষে থাকা বার্সা দীর্ঘদিন ধরে ট্রফি খরায় ভুগছিল। কোচ জাভি হার্নান্দেজের অধীনে সাফল্য যেন ধরা দিচ্ছিল না। এই মৌসুমে লিগ থেকেই দিচ্ছে ট্রফির সুবাস। আর তা এসে গেলো প্রতিদ্বন্দ্বী ক্লাবকে সুপার কোপার ফাইনালে হারিয়ে। 


রিয়ালকে কাল যেন অচেনা লাগছিল। প্রথমে গাভি দারুণ এক গোলে এগিয়ে দেন বার্সাকে। পরে ব্যবধান বাড়াম অভিজ্ঞ রবার্ট লেভানডভস্কি। বিরতির পর তৃতীয় গোলটি করেন পেদ্রি। শেষদিকে একটি গোল শোধ করেন করিম বেনজেমা। 


সুপার কোপায় বার্সার এটি ১৪তম ট্রফি। বার্সা সুসময়ের আভাস পেলেও সপ্তাহের ব্যবধানে রিয়াল দুই ম্যাচে হারলো। কোচ বলেন, ‘ভুল গুলো ম্যাচের ফল ঠিক করে দিয়েছে। আমরা ভালোভাবে খেলতে পারিনি। তারা দুবার আক্রমণে গোল দিয়ে দিয়েছে, এতে খেলা পরিবর্তন হয়ে গেছে। এটা সামর্থ্যের গাফিলতি না, এটা ব্যক্তিগত ভুল।’

কোন মন্তব্য নেই