একটানা চার বছর কমল রেনোঁর গাড়ি বিক্রি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

একটানা চার বছর কমল রেনোঁর গাড়ি বিক্রি


গত বছর রেনোঁর গাড়ি বিক্রি হয়েছে ১৪ লাখ ৬৬ হাজার ৭২৯ ইউনিট, রাশিয়া বাদ দিলে ২০২১ সালের চেয়ে যা কমেছে ৯ দশমিক ৪ শতাংশ। এ নিয়ে টানা চার বছর কমল ফরাসি গাড়ি নির্মাতার বিক্রি। খবর রয়টার্স।


কভিড-১৯ মহামারী ও চিপ স্বল্পতার ফলে সৃষ্ট সরবরাহ চেইন সংকটের কারণে অন্য গাড়ি নির্মাতা কোম্পানির চেয়ে ধুঁকেছে রেনোঁ। প্রবৃদ্ধি চাঙ্গায় দামি বিদ্যুচ্চালিত গাড়িতে (ইভি) জোর দিয়েছিল ফরাসি ব্র্যান্ডটি। গত বছর ২ লাখ ২৮ হাজার ইভি বিক্রি করেছে তারা। ২০২১ সালের তুলনায় যা ১২ শতাংশ বেড়েছে।


ইভি বিক্রিতে ইউরোপের বাজারে টয়োটা ও টেসলার পরই তৃতীয় শীর্ষ ব্র্যান্ড রেনোঁ। শীর্ষ বাজার ফ্রান্সে রেনোঁর বিক্রি কমেছে ১৫ শতাংশ। ইউরোপের শীর্ষ অর্থনীতি জার্মানিতে রেনোঁর বিক্রি কমেছে ২৫ শতাংশ। রাশিয়াসহ কোম্পানিটির বৈশ্বিক গাড়ি বিক্রি ১৫ শতাংশ কমেছে।

কোন মন্তব্য নেই