বিজ্ঞানে ৬.৭ ট্রিলিয়ন ওন বিনিয়োগ করবে দ. কোরিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিজ্ঞানে ৬.৭ ট্রিলিয়ন ওন বিনিয়োগ করবে দ. কোরিয়া


বিজ্ঞান গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) নতুন বছরে ৬ দশমিক ৭ ট্রিলিয়ন ওন বা ৫৩০ কোটি ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া। দেশটির বিজ্ঞান ও আইসিটি-বিষয়ক মন্ত্রণালয় রোববার এ তথ্য নিশ্চিত করে। ২০২১ সালের চেয়ে ২০২৩ সালে এ খাতে বিনিয়োগ ৩ দশমিক ৯ শতাংশ বাড়ছে।


মোট বিনিয়োগের ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ওন যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, সিস্টেম সেমিকন্ডাক্টর, অ্যাডভান্সড বায়ো ও সিক্সজি ওয়্যারলেস নেটওয়ার্কের মতো আগামী দিনের প্রযুক্তিতে। আসন্ন মহাকাশবিষয়ক প্রকল্প রয়েছে এর আওতায়। চলতি বছরের প্রথমার্ধে দেশে নির্মিত প্রথম স্পেস রকেট নুরি তৃতীয় উড্ডয়নে যাবে।


অ্যারোস্পেস খাতে মৌলিক বৈজ্ঞানিক গবেষণা, এআই ও সেমিকন্ডাক্টর খাত এবং রাষ্ট্রনিয়ন্ত্রিত গবেষণাকেন্দ্র স্থাপন ও তরুণ বিজ্ঞানীদের সহায়তায় ২ দশমিক ১ ট্রিলিয়ন ওন ব্যয়ের পরিকল্পনা বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের।


বিজ্ঞানবিষয়ক অবকাঠামো নির্মাণে ৪৬ হাজার ১৮০ কোটি ওন এবং সংশ্লিষ্ট খাতে শীর্ষ পর্যায়ের মানবসম্পদ উন্নয়নে ৩২ হাজার ৭৯০ কোটি ওন বিনিয়োগ করা হবে।

কোন মন্তব্য নেই