নতুন বছরে স্যামসাংয়ের প্রথম পণ্য উন্মোচন ১ ফেব্রুয়ারি
আগামী মাসের শুরুতেই ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। ৯টু৫গুগলের প্রতিবেদনে জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি নতুন পণ্য উন্মোচন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। আশা করা হচ্ছে, ইভেন্টে গ্যালাক্সি এস২৩ উন্মোচন করা হবে। ফ্ল্যাগশিপ এ স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।
গ্যালাক্সি এস২২ সিরিজ উন্মোচন হয়েছিল ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি। নিজস্ব এক্সিনোস চিপ বাদ দিয়ে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপ ব্যবহূত হবে গ্যালাক্সি এস২৩ ফোনে। এর আগে ইউরোপ ও এশিয়ার বাজারে নিজস্ব এক্সিনোস-সংবলিত স্মার্টফোন আনা হলেও যুক্তরাষ্ট্রের বাজারে কোয়ালকমের প্রসেসর ব্যবহার হয়েছে।
কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, গ্যালাক্সি এস২৩ সিরিজে ২০০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকবে।

কোন মন্তব্য নেই