শারীরিক ত্রুটিপূর্ণ গেমারদের জন্য সনির নতুন কন্ট্রোলার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শারীরিক ত্রুটিপূর্ণ গেমারদের জন্য সনির নতুন কন্ট্রোলার


শারীরিকভাবে অক্ষম বা ত্রুটিপূর্ণ গেমারদের জন্য প্লেস্টেশন৫-এর নতুন কন্ট্রোলার উন্মোচন করেছে সনি। বর্তমানে এটিকে প্রজেক্ট লিওনার্দো নাম দেয়া হয়েছে। এটি অনেক বেশি পরিবর্তনযোগ্য একটি ডিভাইস। খবর বিবিসি।


কনসোলে প্রচলিত ডুয়াল সেন্স রিমোটের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন নকশায় এটি তৈরি করা হয়েছে। লিওনার্দোর নকশা গোলাকার। এতে বেশকিছু বড় আকারের বাটন ও একক কন্ট্রোল স্টিক রয়েছে। ফলে গেমাররা নিজের প্রয়োজনমতো ডিভাইসটি ব্যবহার উপযোগী করে নিতে পারবে। তবে আনুষ্ঠানিকভাবে কন্ট্রোলারটি কবে বাজারে আনা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।


লিওনার্দো বা ডুয়াল সেন্স রিমোটের সঙ্গে কন্ট্রোলারটি ব্যবহার করা যাবে। ফলে গেমার নিজের বন্ধু বা পরিবারের সঙ্গে খেলার সময় বাড়তি সহায়তা পাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত ডিভাইস সংযোগের জন্য এতে বেশকিছু পোর্টও রয়েছে।



সনি ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্টের একজন মুখপাত্র বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, নতুন ডিভাইসটি গতানুগতিক ধারার বাইরে গেমারদের আরো সহজে ও আরামদায়কভাবে গেম খেলার সুবিধা দেবে। বর্তমানে বাজারে যেসব কন্ট্রোলার রয়েছে সেগুলোর তুলনায় হার্ডওয়্যার ও সফটওয়্যারের দিক থেকে সনির ডিভাইস অনন্য।


এক বিবৃতিতে সনি জানায়, এবলগেমারস ও স্পেশালইফেক্ট নামে দুটি সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে নতুন এ কন্ট্রোলার নিয়ে কাজ করেছে প্রতিষ্ঠানটি। সংস্থা দুটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভিডিও গেম তৈরিতে কাজ করছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা সিইএস ২০২৩-এ নতুন এ ডিভাইস উন্মোচন করেছে সনি এন্টারটেইনমেন্ট।


কন্ট্রোলার ডিভাইসটির নকশাবিদ সো মরিমটো বলেন, চূড়ান্ত নকশা প্রণয়নের আগে আরো ডজন খানেক নকশা পরীক্ষা করেছে সনি। আর এটি এমনভাবে নকশা করা হয়েছে যেন হাতে না ধরেই এটি ব্যবহার করা যায়। কন্ট্রোলারটি সমতল হওয়ায় এর মাউন্টগুলো ট্রাইপডের মতোই সুরক্ষিত থাকে।


গেমারদের চাহিদার কথা মাথায় রেখে ২০১৮ সালে এক্সবক্সের জন্য একই ধরনের কন্ট্রোলার চালুর মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল মাইক্রোসফট। মার্কিন এ প্রযুক্তি জায়ান্টের পথ অনুসরণ করেই সনির নতুন কন্ট্রোলার লিওনার্দো প্রকাশ্যে এল।


২০২২ সালে গড অব ওয়ার রাগনারক ও দ্য লাস্ট অব আসসহ নিজেদের সবচেয়ে বড় গেমগুলোয় বেশ কিছুসংখ্যক নতুন অপশন চালু করে সনি। রাগনারক গেমে বিভিন্ন নতুন সেটিংয়ের সহায়তায় প্রথমবার একজন দৃষ্টিপ্রতিবন্ধী গেমটি খেলে। একে গেমিং শিল্পে সাড়া জাগানো এক মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।


বেন রয়্যাল ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্লাইন্ড পিপল নামে এক দাতব্য সংস্থায় কাজ করছেন। প্রজেক্ট লিওনার্দো সম্পর্কে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমার এটি ব্যবহারের প্রয়োজনীয়তা না থাকলেও তুলনামূলক বেশি লোকজনের গেম খেলা নিশ্চিত করতে তারা যে পরিশ্রম করেছে তা দেখে আমি মুগ্ধ। আমার আশা, যাদের এটি প্রয়োজন তাদের জন্য ততটাই উপকারি হবে।


লিওনার্দোর দাম বা এটি বাজারে আনার তারিখ প্রকাশ না করলেও আরেক ঘোষণায় সনি জানায়, পিএস৫-এর বৈশ্বিক স্বল্পতা শেষ হচ্ছে। কনসোলটির বৈশ্বিক সরবরাহস্বল্পতার কারণে ২০২০ সালের নভেম্বর থেকেই এটি খুঁজে পেতে গ্রাহকদের বেশ বেগ পেতে হয়েছে। প্লেস্টেশন-প্রধান জিম রায়ান বলেছেন, এখন থেকে ডিভাইসটি সবসময় পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই