বাণিজ্যের অঙ্কে ডাউনি জুনিয়রকে ছাড়িয়ে গেলেন স্কারলেট জোহানসন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাণিজ্যের অঙ্কে ডাউনি জুনিয়রকে ছাড়িয়ে গেলেন স্কারলেট জোহানসন


কেবল সুপারহিরো সিনেমা না, বাস্তব জীবনেও নিজেকে অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গেলেন স্কারলেট জোহানসন। হলিউড বক্স অফিসের চূড়ায় এখন তার নাম। পেছনে ফেলেছেন রবার্ট ডাউনি জুনিয়র, টম ক্রুজ ও স্যামুয়েল এল জ্যাকসনের মতো দাপুটে তারকাদের। খবর কইমই।



দীর্ঘদিন ধরেই বক্স অফিসে রেকর্ডে শীর্ষে ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র ও স্যামুয়েল এল জ্যাকসন। প্রথম জন উপহার দিয়েছেন ‘অ্যাভেঞ্জার্স’ ও ‘শার্লক হোমস’ সিরিজের সফল কয়েকটি সিনেমা। দ্বিতীয়জন মাতিয়েছেন ‘স্টার ওয়ার্স’ ও ‘ইনক্রেডিবলস’ দিয়ে।


রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত ৪৩টি সিনেমায় আয় এক হাজার ৪৩৯ কোটি ডলার ও ৬৪টি সিনেমা নিয়ে স্যামুয়েল এল জ্যাকসনের বক্স অফিস আয় এক হাজার ৪৩৬ কোটি ডলার। সম্মোহিতের মতো দর্শক ছুটে এসেছে তাদের চলচ্চিত্র। তারাই যেন বক্স অফিসের অঘোষিত রাজা। তবে এই দফায় তাদেরও ছাপিয়ে গেলেন মার্ভেলের ‘ব্ল্যাক উইডো’-খ্যাত স্কারলেট জোহানসন।



বর্তমান বক্স অফিসের চিত্র অনুযায়ী, সর্বকালের শীর্ষ আয়কারী অভিনয়শিল্পী তিনি। নামের পাশে ব্ল্যাক উইডো, অ্যাভেঞ্জার্স, লুসি ও দ্য জঙ্গল বুকের মতো ৩৩টি সফল সিনেমা। সব সিনেমা মিলিয়ে আয় ১ হাজার ৪৫২ কোটি ডলার।



স্বাভাবিকভাবেই স্কারলেটের জয়রথ এখনই থামছে না। সামনে রয়েছে ‘অ্যাভেঞ্জারর্স: সিক্রেট ওয়ার্স’ ও ‘অ্যাস্টেরয়েড সিটি’র মতো সিনেমা। ফলে সকলেই আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে তার আয়সূচকের দিকে।   

কোন মন্তব্য নেই