বাজারে এ৭৭এস স্মার্টফোন উন্মোচন অপোর
নতুন বছরের শুরুতে বাংলাদেশের বাজারে অপো এ৭৭এস স্মার্টফোন উন্মোচিত হয়েছে। ৩৩ ওয়াট সুপারফাস্ট চার্জিং টেকনোলজি, আকর্ষণীয় আউটলুক এবং আরো অনেক দুর্দান্ত ফিচারসহ এ৭৭এস স্মার্টফোনের দাম মাত্র ২৪ হাজার ৯৯০ টাকা।
কম সময়ে চার্জ ও হার্ডওয়্যার সুরক্ষিত রাখতে ডিভাইসটিতে সর্বাধুনিক তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রযুক্তিসংবলিত ৩৩ ওয়াটের সুপারভিওওসি চার্জিং টেকনোলজি যুক্ত করা হয়েছে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির কারণে কখনই চার্জ পুরোপুরি শেষ হবে না। মাত্র ৫ মিনিটে ১১ শতাংশ ও ১৫ মিনিটে ২৮ শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম। ৩১ মিনিটে ডিভাইসটি ৩০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে ২ ঘণ্টা ৯৮ মিনিটি ফোনে কথা বলা যাবে।
অপো এ৭৭এস ফোনে রয়েছে এরগোনমিক স্টাইলের সঙ্গে আল্ট্রা-স্লিম রেট্রো ডিজাইনের সমন্বয়। অপো গ্লো ডিজাইনে ব্যবহার করা হয়েছে গ্লাস মোল্ড, যা চোখ ধাঁধানো ভিজুয়াল ইফেক্টের সেরা সমন্বয় থেকে পাওয়া শত শত প্রটোটাইপ থেকে বাছাই করা হয়েছে। এছাড়া এ৭৭এস ফোনে রয়েছে ৬ দশমিক ৫৬ ইঞ্চির ওয়াটারড্রপ নচ এইচডি+ ডিসপ্লে। ব্যবহারকারীদের কনটেন্ট দেখার অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করতে আছে ৯০ হার্টজ রিফ্রেশ-রেট। ফটোগ্রাফি ও সেলফিপ্রেমীদের জন্য এ ফোনে আছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অপোর ক্ল্যাসিক বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তির সাহায্যে দুর্দান্ত সব ছবি তোলা যাবে। সেলফোনটিতে অতিরিক্ত স্টোরেজ সুবিধা, ডুয়াল স্পিকার, আইপিএক্স৪ ওয়াটার রেজিজট্যান্সসহ আকর্ষণীয় সব ফিচারও রয়েছে।

কোন মন্তব্য নেই