জাপানে ব্লু সাবস্ক্রিপশন পরিষেবা চালু টুইটারের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাপানে ব্লু সাবস্ক্রিপশন পরিষেবা চালু টুইটারের


গত মাসে পাঁচ দেশে ব্লু সাবস্ক্রিপশন পরিষেবা চালুর পর এবার জাপানকেও যুক্ত করল টুইটার। মাইক্রোব্লগিং প্লাটফর্মটির জাপানি ব্যবহারকারীরা এখন থেকে পেইড পরিষেবা গ্রহণ করতে পারবে। খবর টেকক্রাঞ্চ।


গত মাসে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে টুইটারের পেইড পরিষেবা শুরু হয়। পরিষেবা অনুসারে ব্যবহারী চাইলেই নামের পাশে ব্লু ব্যাজ যুক্ত করতে পাবে। তবে তার জন্য গুনতে হয় পয়সা। যুক্তরাষ্ট্রে টুইটারে ব্লু টিক ব্যাজ বাবদ ওয়েবে ৮ ডলার ও আইওএসে ১১ ডলার ব্যয় হয়। তবে জাপানের জন্য খরচ তুলনামূলক কম। দেশটিতে ওয়েব থেকে প্রতি মাসে ৯৮০ ইয়েন (৭ দশমিক ৪ ডলার) ও আইওএস থেকে প্রতি মাসে ১৩৮০ ইয়েন (১০ দশমিক ৪২ ডলার) ব্যয় করতে হবে।


টুইটার ব্লু সাবস্ক্রিপশনে পাওয়া সুবিধাগুলোর মধ্যে থাকবে ভেরিফিকেশন ব্যাজ, দীর্ঘ ভিডিও আপলোড অনুমোদন, রিপ্লাইয়ে অগ্রাধিকার, টুইট এডিট ফিচার ও কাস্টম আইকন। কয়েকটি অবশ্য আগের সংস্করণেও ছিল। নতুন যুক্ত হয়েছে ভেরিফিকেশন মার্ক, দীর্ঘ ভিডিও আপলোডের অনুমোদন ও বুস্টের সুবিধা। ধনকুবের ইলোন মাস্ক টুইটার অধিগ্রহণ করেই আয়ে বিজ্ঞাপননির্ভরতা কমানোর পরিকল্পনা নিয়েছিলেন। তার ফলাফল হিসেবেই জোর দেয়া হয়েছে সাবস্ক্রাইবার বৃদ্ধির ওপর। গত নভেম্বরে যাত্রা করেছিল নতুন ধরনের ব্লু ব্যাজ। তখন বিখ্যাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নকল করার হিড়িক ও সমালোচনার জন্য দ্রুত বন্ধ করা হয় পরিকল্পনাটি। নতুনভাবে যাত্রা করে ডিসেম্বরে।


টুইটারের ব্লু ব্যাজ পরিকল্পনায় জাপানকে অন্তর্ভুক্ত করা বিস্ময়কর কিছু না। দেশটিতে পাঁচ কোটির বেশি টুইটার ব্যবহারকারী রয়েছে। ইলোন মাস্ক টুইটারে দায়িত্ব নেয়ার পর থেকেই জাপানের দিকে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন।

কোন মন্তব্য নেই