ভয়েস টাইপিং সুবিধা চালু গুগল ডকের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভয়েস টাইপিং সুবিধা চালু গুগল ডকের


ব্যবহারকারীর নির্ভুল লেখার অভিজ্ঞতা দিতে গুগল ডকের ‘ভয়েস টাইপিং’ ফিচারে আসছে দুটি গুরুত্বপূর্ণ আপগ্রেড। প্রথমত, ফিচারটি ‘বেশির ভাগ শীর্ষস্থানীয় ব্রাউজারে’ আসবে। গুগলের সাপোর্ট পেজের তথ্য অনুযায়ী, বর্তমানে সুবিধাটি কেবল ক্রোম ব্রাউজারে মিলছে। দ্বিতীয়ত, ডকের লেখায় বিভিন্ন ভুল কমানোর পাশাপাশি হারিয়ে যাওয়া অডিওর সংখ্যাও কমিয়ে আনতে কাজ করছে গুগল।


গুগল ডকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে ভয়েস টাইপিং ফিচার রয়েছে। ব্যবহারকারীর হাত খালি না থাকলে বা তিনি টাইপ করার মতো পরিস্থিতিতে না থাকলে (ভার্চুয়াল) পৃষ্ঠায় শব্দ খুঁজে পাওয়ার সুবিধা দেয় এটি।

কোন মন্তব্য নেই