অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শীর্ষে উঠলো ভারত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শীর্ষে উঠলো ভারত


সর্বশেষ টেস্ট র‌্যাংকিং মঙ্গলবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আপডেটেড র‌্যাংকিং অনুযায়ী অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে ভারত। ৩২ ম্যাচ থেকে ১১৫ রেটিং পয়েন্ট ও ৩৬৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান নিয়েছে রোহিত শর্মা-কোহলিরা। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১১, ২৯ ম্যাচ থেকে। পয়েন্ট ৩২৩১।


১০৬ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে তিনে। আর ১০০ রেটিং পয়েন্ট নিয়ে নিউ জিল্যান্ড আছে চারে। আর ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে পাঁচে। বাংলাদেশ আছে র‌্যাংকিংয়ের নবম স্থানে।


গেল বছর ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে দারুণ খেলেছিল ভারত। বছর শুরু করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতে। আর বছর শেষ করেছিল বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে। ২০২২ সালটি অস্ট্রেলিয়ার জন্যও দারুণ ছিল। তারা ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছিল। তবে প্রোটিয়াদের বিপক্ষে বছরের শেষ সিরিজটি বৃষ্টির কারণে ড্র হয়েছিল, যেটা তারা নিশ্চিতভাবে জিততে পারতো।


শুধু টেস্ট নয়, ভারত টি-টোয়েন্টিরও নাম্বার ওয়ান দল। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হলে ওয়ানডেতেও শীর্ষে চলে যেতে পারে তারা। অর্থাৎ বছরের শুরুতেই তিন ফরম্যাটের র‌্যাংকিংয়েই শীর্ষে ওঠার সুযোগ আছেন মেন ইন ব্লুদের সামনে।

কোন মন্তব্য নেই