নিউ জিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন আইয়ার
নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। পিঠের ইনজুরিতে তাকে পাওয়া যাবে না বলে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
আইয়ারের স্থলাভিষিক্ত করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান রজত পতিদারকে। রঞ্জি ট্রফির বর্তমান মৌসুমে দারুণ ফর্মে আছেন তিনি। সম্প্রতি ভিদর্ভের বিপক্ষে সেঞ্চুরি করেন রজত।
ভারতীয় ক্রিকেটে সুপরিচিত রজত গত বছরের আইপিএলে বেঙ্গালুরুর জার্সিতে দারুণ এক সেঞ্চুরি করেন। স্পিন ও পেস- দুই বোলারদের বিরুদ্ধে একই আগ্রাসনে খেলেন এবং চাপও সামলানোর সামর্থ্য আছে।
ভারত সম্ভবত ইশান কিষাণকে আইয়ারের পজিশনে খেলাবে এবং একজন বাড়তি অলরাউন্ডার রাখবে।
ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজকে ড্রেস রিহার্সেল ধরা হচ্ছে। বুধবার প্রথম ম্যাচ। এরপর ২১ ও ২৪ জানুয়ারি হবে বাকি দুটি ওয়ানডে।
কোন মন্তব্য নেই