২০ কোটি টুইটার ব্যবহারকারীর তথ্য ফাঁস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২০ কোটি টুইটার ব্যবহারকারীর তথ্য ফাঁস


ফাঁস হয়েছে ২০ কোটি টুইটার ব্যবহারকারীর ইমেইল ঠিকানা। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নিরাপত্তা গবেষকদের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, হ্যাক হওয়া ঠিকানাগুলো পোস্ট করা হয়েছে একটি অনলাইন হ্যাকিং ফোরামে।


ইসরায়েলি সাইবার সিকিউরিটি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান হাডসন রকের সহ-প্রতিষ্ঠাতা অ্যালন গাল বলেছেন, এটা আমার দেখা সবচেয়ে ভয়াবহ হ্যাকিংগুলোর মধ্যে একটি।



ঘটনাটি গত ২৪ ডিসেম্বরের হলেও এ পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি টুইটার। এমনকি সমস্যাটি সমাধানের জন্য কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তাও পরিষ্কার করে জানায়নি।


অবশ্য টুইটার হ্যাকিংয়ের বিষয়টি যাচাই করে দেখেনি রয়টার্স। তারা বলছে, হ্যাকার ফোরামের দেয়া তথ্যই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা তথ্যগুলো দেখে জানিয়েছেন, সবকিছু দেখে মনে হচ্ছে, হ্যাকিংয়ের খবরটি সত্যি। 




প্রতিবেদনে আরো বলা হয়, সম্ভবত ইলোন মাস্ক মালিকানা নেয়ার আগে হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে। 

কোন মন্তব্য নেই