অ্যাকাউন্ট বাতিলে আবেদনের সুবিধা দেবে টু্ইটার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অ্যাকাউন্ট বাতিলে আবেদনের সুবিধা দেবে টু্ইটার


আগামী মাস থেকে প্লাটফর্মে নতুন নীতিমালা কার্যকর করতে যাচ্ছে টুইটার। এর অংশ হিসেবে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট বাতিলের জন্য আবেদন করতে পারবেন। নীতিমালার পরিপ্রেক্ষিতে তাদের আবেদন পর্যালোচনা করা হবে। ২৭ জানুয়ারি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ কথা জানায়। খবর রয়টার্স। 


নতুন মানদণ্ডের অধীনে যদি কোনো অ্যাকাউন্ট প্লাটফর্মের নীতিমালা গুরুতরভাবে লঙ্ঘন করে এবং বার বার করতেই থাকে তাহলে সেটি বাতিল করে দেয়া হবে। অক্টোবরে ইলোন মাস্ক টুইটার অধিগ্রহণের পর নতুন মানদণ্ড নির্ধারণ করা হয়।


গুরুতর নীতি লঙ্ঘনের মধ্যে বেআইনি বিষয়বস্তু বা কার্যকলাপে জড়িত হওয়া, সহিংসতা বা ক্ষতির প্ররোচনা বা হুমকি এবং অন্য ব্যবহারকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হয়রানির বিষয় অন্তর্গত। টুইটার জানায়, কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্লাটফর্মটি অ্যাকাউন্ট সাসপেনশনের তুলনায় কম কঠোর পদক্ষেপ নেবে। এর মধ্যে নীতিমালা লঙ্ঘন করলে টুইটের রিচ কমিয়ে দেয়া এবং অ্যাকাউন্ট পুনরায় ব্যবহারের আগে পোস্ট ডিলিট করার মতো বিষয় রয়েছে। 


২০২২ সালের ডিসেম্বরে ইলোন মাস্কের ব্যক্তিগত উড়োজাহাজ সম্পর্কে জনসাধারণের কাছে তথ্য প্রকাশসংক্রান্ত বিতর্কে কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। এ পদক্ষেপের কারণে বিশ্বের বিভিন্ন দেশ মাস্কের কঠোর সমালোচনা শুরু হয়। চাপের মুখে পুনরায় সাংবাদিকদের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়া হয়।

কোন মন্তব্য নেই