লিকুইড কুলিংযুক্ত পিএস৫ প্রো আনবে সনি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লিকুইড কুলিংযুক্ত পিএস৫ প্রো আনবে সনি


প্লেস্টেশন ৫ বাজারে এসেছে মাত্র দুই বছর। তবে এ সময়ের মধ্যেই সম্পূর্ণ ভিন্ন একটি কনসোল বাজারজাতের বিষয়ে ভাবছে সনি। এটি পিএস৫ প্রো নামে সম্পূর্ণ নতুন ডিজাইনে বাজারজাত করা হবে। এ বিষয়ে অবগত সূত্রের তথ্যানুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি প্রকাশ্যে আসতে পারে। খবর গিজচায়না।


নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে ফরাসি ফোনঅ্যান্ড্রয়েড ওয়েবসাইটের টিপস্টার অভিষেক ইয়াদাভ সনির নতুন হোম কনসোলের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তার দাবি জাপানের প্রতিষ্ঠানটি চলতি বছরের এপ্রিল নাগাদ নতুন ডিজাইনের পিএস৫ বাজারে আনতে পারে। সূত্রটি নিশ্চিত করেছে, বর্তমানে কনসোলের যে পাতলা ভার্সন রয়েছে সেটির পরিবর্তে প্রো মডেল বাজারে আসবে।


বিশেষজ্ঞদের মতে, প্রো মডেল হলে এ কনসোলটি আরো ভালো কাজ করবে। পাশাপাশি এতে হয়তো এএমডির প্রসেসর ব্যবহার করা হবে। তবে বাজারে না আসা পর্যন্ত ডিভাইসটির কার্যকারিতা বা সক্ষমতার বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। সূত্রমতে, প্রো ভার্সনটির কুলিং সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আসবে। যার কারণে এর কার্যক্ষমতাও বাড়বে। প্লেস্টেশন৫ এ বর্তমানে একটি কুলিং ফ্যান ও লিকুইড মেটাল কম্পাউন্ড ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ভুল কারণে এত দিন এটি সমালোচনার কেন্দ্রে ছিল। তবে নতুন কনসোলে সনি হয়তো লিকুইড কুলিং বা ওয়াটার কুলিংয়ের দিকে ঝুঁকতে পারে। অধিকাংশ হাই-এন্ড গেমিং কম্পিউটারে বর্তমানে এ প্রযুক্তি ব্যবহার হতে দেখা যায়। পিএস৫ প্রোতে এ প্রযুক্তি ব্যবহার করা হলে তাপমাত্রা নিয়ন্ত্রণে ভালো সুবিধা পাওয়া যাবে। এর ফলে চিপ শক্তিশালী হলেও কনসোল ঠাণ্ডা হওয়া বন্ধ হবে না। তবে এ প্রযুক্তি ব্যবহার করা হবে কিনা সে বিষয়ে সনির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


নতুন মডেল বাজারজাতের আগে সনি হয়তো পিএস৫-এর স্টক বিক্রি হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। সম্প্রতি প্রতিষ্ঠানটি চিপ সংকট কাটিয়ে ওঠার ঘোষণা দিয়েছে। যে কারণে গ্রাহক চাইলেই এখন পিএস৫ সংগ্রহ করতে  পারবে। পিএস৪ ও পিএস৪ প্রো আলাদাভাবে বাজার ধরতে পেরেছে। তাই সংশ্লিষ্টদের ধারণা এগুলোর মধ্যে কোনো প্রতিযোগিতা থাকবে না।


পিএস৫ প্রো যে খুব বেশি পরিমাণে বাজারজাত করা হবে সে বিষয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। কেননা এখনো অনেক বৈদ্যুতিক উপাদানের সংকট রয়েছে। জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠানটি যদি পিএস৫ প্রো বা কোনো পাতলা ভার্সন বাজারজাতের কথা জানায় তাহলে প্রচলিত স্টেট অব প্লে ইভেন্টের মাধ্যমে সেটি  প্রকাশ করতে হবে, কিন্তু শিগগিরই এমন কোনো আয়োজনের সম্ভাবনা একেবারেই নেই।

কোন মন্তব্য নেই