কাতারে ব্যবসা বন্ধ ঘোষণা দুবাইভিত্তিক কারীমের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কাতারে ব্যবসা বন্ধ ঘোষণা দুবাইভিত্তিক কারীমের


কাতারে কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে কারীম।  সোমবার গ্রাহকদের কাছে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে সুপার অ্যাপটি।  


বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের সময় ফুটবল ভক্তদের পরিবহনে ব্যবহৃত হয়েছে উবার, স্থানীয় ট্যাক্সি কোম্পানি কারওয়া ও কারীম ব্রান্ডের যানবাহনগুলো।  কিন্তু বিশ্বকাপ শেষের দুই মাসের মধ্যেই কার্যক্রম গুটিয়ে নিচ্ছে দুবাইভিত্তিক কারীম।  



মঙ্গলবার থেকে দুবাইয়ে সব ধরণের কার্যক্রম বন্ধ কারীমের।  কাতারের গ্রাহকদের প্রতিষ্ঠানটি জানিয়েছে, যারা কোম্পানির কাছে অর্থ পাবে তাদেরকে ১৫ মার্চের মধ্যে প্রদেয় অর্থ দেয়া হবে।  


সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কারীম জানায়নি কী কারণে কাতারে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে তারা।



দুবাইভিত্তিক অ্যারাবিয়ান বিজনেসকে কারীমের এক মুখপাত্র জানান, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে কাতারে রাইড-শেয়ারিং সেবা প্রদান করবে না কারীম।  কাতারের গ্রাহক ও ক্যাপ্টেনদের সেবায় আসতে পেরে এবং কাতারের অর্থনীতিতে অবদান রাখতে পেরে কারীম গর্বিত।



২০১৯ সালে ৩১০ কোটি ডলারে দুবাইভিত্তিক অ্যাপটি কিনে নিয়েছিল উবার টেকনোলজিস।  ইউএইতে সুপার-অ্যাপ হিসেবে বিভিন্ন সেবা দিলেও কাতারে স্রেফ রাইড-শেয়ারিং সেবা দিয়ে আসছিল কারীম। 

কোন মন্তব্য নেই