বিশ্বজুড়ে বিপর্যয়, ইউটিউবের পরিষেবা বিঘ্নিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্বজুড়ে বিপর্যয়, ইউটিউবের পরিষেবা বিঘ্নিত

 



অ্যালফাবেট ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠান ও জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবের পরিষেবা বিঘ্নিত হয়েছে। আউটেজ ট্র্যাকিং ওয়েব সাইট ডাউন ডিটেক্টর ডটকম জানিয়েছে স্থানীয় সময় সোমবার বিকাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার ব্যবহারকারী ইউটিউব ব্যবহার করতে পারছে না। তবে কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছে ইউটিউব কর্তৃপক্ষ। খবর রয়টার্স।


ডাউন ডিটেক্টর জানিয়েছেন, কমপক্ষে বারো হাজার ব্যবহারকারী ইউটিউবের পরিষেবা গ্রহণ করতে পারছেন না, এমন তথ্য তাদের কাছে রয়েছে। তবে কয়েকঘণ্টার পর ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, ইউটিউবের পরিষেবা এখন স্বাভাবিক হয়েছে।


এর আগে জিমেইল ব্যবহারে বিঘ্ন ঘটেছে বলে অভিযোগ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করা এর কয়েক হাজার ব্যবহারকারীরা। এ সময় জিমেইল সেবায় এরর আসার কথাও জানানো হয়। 


এ বিষয়ে ডাউন ডিটেক্টরের বরাতে ব্রিটেনের সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৮ মিনিট নাগাদ জিমেইল ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়ার অভিযোগ করেন।

কোন মন্তব্য নেই