জিবোর্ডে এআই টেক্সট-টু-ইমেজ ফিচার আনবে গুগল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জিবোর্ডে এআই টেক্সট-টু-ইমেজ ফিচার আনবে গুগল


অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জিবোর্ডে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর টেক্সট-টু-ইমেজ ফিচার যুক্ত করবে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা টেক্সটের ভিত্তিতে ছবি তৈরি করতে পারবে। খবর টেকটাইমস।


সার্চ ইঞ্জিন জায়ান্টটি গত বছর থেকে এ ফিচারের উন্নয়নে কাজ করছে। তবে এতদিন পর্যন্ত অভ্যন্তরীণ পর্যায়ে শুধু এটি চালু ছিল। বিশ্লেষকদের ধারণা, কিবোর্ড অ্যাপ জিবোর্ডের মাধ্যমে নতুন ফিচারটি সবার জন্য চালু করার কথা ভাবছে সফটওয়্যার জায়ান্টটি। বিং ও চ্যাটজিপিটির নামডাক এখন সব জায়গায়। এগুলোর পাশাপাশি নিজস্ব পণ্যে ও পোর্টফোলিওতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত আরো ফিচার চালুর কথা ভাবছে গুগল।


দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত বছর থেকে টেক্সট-টু-ইমেজ এআই নিয়ে কাজ করছে গুগল। এক্ষেত্রে চ্যাটজিপিটি আনতে ওপেনএআই যে ডাল-ই প্রোগ্রাম ব্যবহার করছে সে রকম টুলই ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। গত বছর যখন ফিচারটির অভ্যন্তরীণভাবে পরীক্ষা করা হয় তখন গুগল গর্ব প্রকাশ করে জানিয়েছিল যে এটি ডাল-ই এর তুলনায় আরো ভালোভাবে কাজ করছে। সে সময় গুগল জানায়, ইমাজেন নামের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর টুলটি আরো যথার্থভাবে ছবি ফুটিয়ে তুলতে পারে।


সে সময় গুগল অভ্যন্তরীণ পরীক্ষায় যেসব ছবি দেখিয়েছিল সেগুলো প্রকাশ করেছে। এক প্রতিবেদনে নাইনটুফাইভগুগল জানায়, অ্যান্ড্রয়েডের জিবোর্ড অ্যাপে হঠাৎ করেই একটি এআই ফিচার দেখা গেছে। ধারণা করা হচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি মোবাইলের ব্যবহারকারীদের জন্য টেক্সট-টু-ইমেজ জেনারেটর ফিচারটি চালু করবে।

কোন মন্তব্য নেই