তুরস্কে আবারও ৫.৬ মাত্রার ভূমিকম্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তুরস্কে আবারও ৫.৬ মাত্রার ভূমিকম্প


তুরস্কের দক্ষিণাঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার দেশটির মালত্য প্রদেশের ইয়েসিলিউর্টে ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প হয়। এর আগে গত ৬ ফেব্রুয়ারি শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয় মধ্যপ্রাচের দেশটি। ওই ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর এপির।


তুর্কি দুর্যোগ সংস্থা এএফএডির প্রধান ইউনুস সেজার বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মালত্য প্রদেশের ইয়েসিলিউর্টে। এতে দুই ডজনের বেশি ভবন ধসে পড়েছে। এ ছাড়া নতুন করে একজন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন।


গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পকবলিত তুরস্কের ১১টি প্রদেশের মধ্যে মালত্য প্রদেশও একটি। ওই ভূমিকম্প প্রতিবেশী দেশ সিরিয়ায়ও আঘাত হেনেছিল। এতে দুদেশের মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া দুই দেশে এক লাখ ৭৩ হাজার ভবন ধসে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।


ভূমিকম্পের পর ঘন ঘন পরাঘাত অনুভূত হওয়ায় এএফএডির প্রধান বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত ভবনের ভেতর না যাওয়ার পরামর্শ দিয়েছেন। গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পের পর ওই অঞ্চলে প্রায় ১০ হাজার বার পরাঘাত অনুভূত হয়েছে।

কোন মন্তব্য নেই