নিজস্ব চায়নাটাউন চালু করল দুবাই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নিজস্ব চায়নাটাউন চালু করল দুবাই


আনুষ্ঠানিকভাবে নিজস্ব চায়নাটাউন চালু করেছে দুবাই। দুবাই মলে এটি চালু করা হয়েছে। এটি ডিজাইনে বড় এলইডি সাইন ব্যবহার করা হয়েছে। দর্শনার্থীরা সেখানে থাকা বড় আকারের পান্ডার সঙ্গে ছবি তুলতে পারবে। চায়নাটাউনে প্রবেশের জন্য বড় আকারের একটি গেট ব্যবহার করা হয়েছে। এতে স্বর্ণাকার রঙ ব্যবহার করা হয়েছে। এছাড়া ভেতরে লাল লণ্ঠন, চেরি ফুলসহ এশিয়া উপমহাদেশের অনুরূপ অবকাঠামো ব্যবহার করা হয়েছে। ওয়েবসাইটে বলা হয়, দুবাই মলের প্রথম তলায় আইস র‍্যাংকের বিপরীতে চায়নাটাউন তৈরি করা হয়েছে। টাউনে এশিয়ান থিমড ফুড কার্ট রয়েছে। দর্শনার্থী এখানে এশিয়ার বিভিন্ন খাবার খেতে পারবে। ফুড কার্টের পাশাপাশি এখানে স্পা সেন্টারও রয়েছে। চায়নাটাউনের বিভিন্ন দোকানে কেনাকাটার পাশাপাশি দর্শনার্থী এখানে ম্যাসাজ থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে পারবে। চলতি বছরের শুরুতে টিকটকে শর্ট ভিডিও আপলোডের মাধ্যমে মলের নাম পরিবর্তনের আভাস দিয়েছিল। তবে এখন সেটি নেই। অ্যারাবিয়ান বিজনেস

কোন মন্তব্য নেই