রমজানের কর্মঘণ্টা ঘোষণা করেছে কাতার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রমজানের কর্মঘণ্টা ঘোষণা করেছে কাতার


কর্মীদের জন্য রমজান মাসের কর্মঘণ্টা ঘোষণা করেছে কাতার সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুল্লাহ মন্ত্রণালয়, সরকারি এজেন্সি ও পাবলিক প্রতিষ্ঠানের কাজের সময়সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছেন। ১৪৪৪ হিজরি সালের রমজান উপলক্ষে বেসামরিক কর্মচারীদের অফিশিয়াল কাজের সময় দৈনিক ৫ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। সার্কুলারে আরো বলা হয়, সকাল ৯টা থেকে কর্মঘণ্টা শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলবে। মন্ত্রণালয় জানায়, কর্মীরা সর্বোচ্চ সকাল ১০টা পর্যন্ত দেরিতে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে নির্ধারিত কর্মঘণ্টা ও কাজ শেষ করার শর্ত রয়েছে। অ্যারাবিয়ান বিজনেস

কোন মন্তব্য নেই