আকস্মিক ইউক্রেনের পথে জাপানের প্রধানমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আকস্মিক ইউক্রেনের পথে জাপানের প্রধানমন্ত্রী


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের শি জিনপিং যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে দ্বিতীয় দিনের আলোচনায় বসতে যাচ্ছেন, ওই মুহূর্তে কিয়েভ সফরের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খবরটি জানিয়েছে ডয়চে ভেলে।


আকস্মিক এ সফরকে ইউক্রেনের প্রতি নিজেদের সংহতি ও সমর্থনের প্রতীক হিসেবে দেখছে টোকিও। কিয়েভে অবস্থানকালে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন কিশিদা।


আজ মঙ্গলবারের (২১ মার্চ) ওই প্রতিবেদনে বলা হয়, জি-সেভেনের আয়োজক দেশ ভারত সফরের পর টোকিও ফিরে যাওয়ার কথা ছিল কিশিদার। কিন্তু হঠাৎ তিনি ইউক্রেনের পথে রওয়ানা দিয়েছেন। এরই মধ্যে পোল্যান্ড থেকে তিনি ট্রেনে চড়েছেন। আজকের মধ্যেই তার ইউক্রেন পৌঁছানোর কথা রয়েছে।


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত ফেব্রুয়ারিতে জেলেনস্কির সঙ্গে দেখা করার পর কিশিদাই একমাত্র জি-সেভেন নেতা যিনি কিয়েভ সফর করছেন।


প্রসঙ্গত শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন আলোচনায় ইউক্রেন সংঘাতকে প্রাধান্য দিচ্ছেন বলে সংবাদ প্রচারিত হয়েছে। জাপানি প্রধানমন্ত্রীর এ সফরেও যুদ্ধ প্রসঙ্গ প্রাধান্য পাবে।

কোন মন্তব্য নেই