বিমানের প্রচারে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ডিংয়ে যুক্ত হচ্ছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। সংস্থার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় বলাকায় এ বিষয়ে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে।
বিশ্বসেরা এই অলরাউন্ডার ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম ও বিমানের পরিচালকরা।
কোন মন্তব্য নেই