চীনের প্রস্তাব ‘বিবেচনায়’ নিলেন পুতিন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চীনের প্রস্তাব ‘বিবেচনায়’ নিলেন পুতিন


‘ইউক্রেনে সংঘাত বন্ধে’ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ১২ দফা প্রস্তাব নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘‌আমরা আলোচনার জন্য সব সময় প্রস্তুত।’ খবর বিবিসি। 


পুতিনের সঙ্গে আলোচনার জন্য জিনপিং এখন মস্কো অবস্থান করছেন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম রাশিয়া সফর করছেন তিনি।


গতকাল সোমবার (২০ মার্চ) প্রথম দফা আলোচনার পর আজও দুই নেতার আনুষ্ঠানিক বৈঠকে বসার কথা রয়েছে।


এদিকে, ইউক্রেনে রাশিয়ার ‘যুদ্ধাপরাধ’ বন্ধে পুতিনের ওপর চাপ দিতে শি জিনপিংকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।


গতকাল চীনা প্রেসিডেন্ট মস্কো নামার পর দুই নেতা পরস্পরকে ‘প্রিয় বন্ধু’ হিসেবে সম্বোধন করেন। পুতিন বলেছেন, ‘ইউক্রেন সংকট নিরসনে' বেইজিংয়ের প্রস্তাবগুলো তিনি পড়ে দেখেছেন এবং এ বিষয়ে তারা আলোচনা করবেন।


গত মাসে যুদ্ধ বন্ধে ১২ দফা প্রস্তাব দেয় চীন। তবে এতে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের বিষয়ে সুনির্দিষ্ট কিছু উল্লেখ নেই। বরং সব রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান জানানোর কথা, এবং সব পক্ষকে 'যৌক্তিক আচরণ' করার বলা হয়েছে।

কোন মন্তব্য নেই