উন্মোচনের সময়েই আর্নি বটে হতাশ বিনিয়োগকারীরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

উন্মোচনের সময়েই আর্নি বটে হতাশ বিনিয়োগকারীরা


সম্প্রতি চীনের বহুজাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান বাইদু কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট আর্নি উন্মোচন করেছে। তবে দীর্ঘদিনের প্রতীক্ষিত চ্যাটবটটি চালুর সময়েই হতাশ করে বিনিয়োগকারীদের। স্বাভাবিকভাবেই যা বাইদুর শেয়ারেও নেতিবাচক প্রভাব ফেলে। খবর রয়টার্স।


আলফাবেট ইনকরপোরেশনের বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের ই-মেইল ও ক্লাউড সফটওয়্যারের জন্য এআই টুল নিয়ে আসার দুদিন পর বাইদুর চ্যাটবটের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। প্রায় ঘণ্টাব্যাপী উন্মোচন অনুষ্ঠানটি থেকে খানিকটা আভাস পাওয়া যায় যে মার্কিন ওপেন এআইয়ের বিপরীতে চীনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার কেমন হতে পারে।


যদিও বাইদুর চ্যাটবট মাইক্রোসফটের চ্যাটজিপিটির মতো নয়। এটি উন্মোচনের সময় যে সংক্ষিপ্ত ভিডিওগুলো দেখানো হয় তাতে দেখা যায়, আর্নি গাণিতিক গণনা করছে, চীনা উপভাষায় কথা বলছে এবং টেক্সটসহ ছবি ও ভিডিও তৈরি করছে।


চীনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার থেকে আমন্ত্রণ কোডসহ ব্যবহারকারীদের মধ্যে প্রাথমিক একটি গোষ্ঠীকে ট্রায়ালের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান বাইদুর ক্লাউড প্লাটফর্মের মাধ্যমে তাদের পণ্যগুলোয় বট যুক্ত করার আবেদন করতে পারবে।


তবে প্রধান নির্বাহী রবিন লি যখন চ্যাটবটির উন্মোচন অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন তখন বাইদুর হংকংয়ের শেয়ার ১০ শতাংশের মতো পড়ে যায়, শেষমেশ তা ৬ দশমিক ৪ শতাংশে গিয়ে পৌঁছে। সব মিলিয়ে চীনা সার্চ ইঞ্জিন জায়ান্টটির বাজারমূল্য কমেছে ৩০০ কোটি ডলার।


আমেরিকান আর্থিক পরিষেবা সংস্থা মর্নিংস্টারের বিশ্লেষক কাই ওয়াং বলেন, ‘রবিন লির উপস্থাপনাটি একঘেয়ে। মনে হয়েছে পুরোটাই মুখস্থ করে এসেছেন। দর্শক আসলে পারস্পরিক মিথস্ক্রিয়াভিত্তিক একটি সেশনের জন্য অপেক্ষা করেছিল। তাছাড়া কোনো সফট লাঞ্চ ডেট (কোনো স্টার্টআপ বা পণ্য ঘিরে যৌথ চুক্তি সম্পাদনের তারিখ থেকে পরবর্তী ১২ মাস) ছিল না। সব মিলিয়ে গোটা আয়োজনটি এক ধরনের নেতিবাচক অনুভূতি তৈরি করেছে।’


প্রযুক্তি ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শীতল প্রতিযোগিতাপূর্ণ পরিস্থিতিতে বাইদুকে মাইক্রোসফটের চ্যাটজিপিটির অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়। চ্যাটজিপিটি বিভিন্ন তথ্য-উপাত্ত ঘেঁটে রচনা তৈরি, গবেষণা নিবন্ধ লেখাসহ অন্যান্য বিষয়ে দক্ষতা দেখিয়ে রীতিমতো বিশ্বজুড়ে ঝড় তুলেছে। তবে বাইদুর এআই চ্যাটবট আর্নি এনহ্যান্সড রিপ্রেজেনটেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন মডেলের ওপর ভিত্তি করে নকশা করা হয়েছে।


বাইদুর বেইজিং সদর দপ্তরে এটি উপস্থাপনার সময় নয়টি প্লাটফর্মে লাইভ স্ট্রিম করা হয়। রবিন লি অবশ্য তখন সতর্ক করে বলেছিলেন, ‘‌এটি নিখুঁত ছিল না। তাহলে কেন আমরা আজ এটি উন্মোচন করছি? কারণ বাজাের এর চাহিদা তৈরি হয়েছে।’


তাৎক্ষণিক শেয়ার পতনের বিষয়ে বাইদুর কাছে জানতে চাওয়া হলে তারা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। তবে রবিন লির উপস্থাপনার পর প্রতিষ্ঠানটি একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়, আর্নি বটের ব্যবসায়িক সংস্করণ এআইপি পরীক্ষার জন্য ৩০ হাজারের বেশি করপোরেট ব্যবহারকারী আবেদন করে। বাইদুর ক্লাউড ওয়েবসাইটে ট্রাফিক বেড়েছে। বিবৃতিতে আরো বলা হয়, চ্যাটজিপিটির পর একমাত্র বাইদুই বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানির মধ্যে একটি, যারা বেঞ্চমার্ক পণ্য নিয়ে এসেছে।

কোন মন্তব্য নেই