চ্যাটজিপিটি ব্যবহারকারীর কথোপকথন ফাঁস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চ্যাটজিপিটি ব্যবহারকারীর কথোপকথন ফাঁস


অভ্যন্তরীণ ত্রুটির কারণে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের কথোপকথনের একটি অংশ ফাঁস হয়েছে। ফলে কে কোন বিষয়ে কথা বলেছেন সেটি দেখতে পেয়েছেন ব্যবহারকারীরা। খবর বিবিসি।


চ্যাটবটের নির্মাতা কোম্পানি ওপেনএআইর প্রধান নিজেই এ কথা জানিয়েছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রেডিট ও টুইটারে কয়েকজন ব্যবহারকারী চ্যাটবটের সঙ্গে কথোপকথনের ছবি পোস্ট করে। তবে সেগুলো তাদের ছিল না বলেও জানানো হয়।


ওপেনএআইর সিইও স্যাম অল্টম্যান বলেন, ‘‌বিষয়টি কোম্পানির খুবই খারাপ লেগেছে। তবে এ ত্রুটির সমাধান হয়েছে।’ এ ঘটনার পর চ্যাটবট ব্যবহারকারীদের অনেকেই নিজেদের নিরাপত্তার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে।


২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি চালুর পর থেকে কয়েক কোটি ব্যবহারকারী বিভিন্ন খসড়া বার্তা, গান এমনকি কোড লেখার উদ্দেশ্যে এটি ব্যবহার করেছে। চ্যাটবটের প্রতিটি কথোপকথনই সংরক্ষিত থাকে ব্যবহারকারীর চ্যাট হিস্টরি বারে, যা পরবর্তী সময়ে দেখা যায়।


সম্প্রতি দেয়া বিবৃতিতে ওপেনএআই জানায়, সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে। ওপেনএআইর প্রধান নির্বাহী টুইট বার্তায় বলেন, ‘‌শিগগিরই এ বিষয়ে তদন্ত করা হবে।’


ত্রুটির কারণে ব্যবহারকারীদের উদ্বেগ বেড়েছে। অনেকে ভয় পাচ্ছেন যে এ টুলের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে। ত্রুটিটি ইঙ্গিত করে যে ব্যবহারকারীর চ্যাটিং ব্যবস্থায় ওপেনএআইর প্রবেশাধিকার আছে।


কোম্পানির প্রাইভেসি নীতিমালায় অবশ্য উল্লেখ আছে, প্রতিক্রিয়ার মতো ব্যবহারকারীর তথ্য, চ্যাটবট মডেলের প্রশিক্ষণ অব্যাহত রাখার উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। তবে ওই তথ্য কেবল ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য মুছে ফেলার পর ব্যবহার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।


কোন মন্তব্য নেই