স্কোপলি অধিগ্রহণে আলোচনায় স্যাভি গেমস
ক্যালিফোর্নিয়ার কুলভার সিটিভিত্তিক মোবাইল গেম নির্মাতা প্রতিষ্ঠান স্কোপলি অধিগ্রহণ করবে স্যাভি গেমস গ্রুপ। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) পরিচালিত কোম্পানিটি ৪৯০ কোটি ডলারে এ অধিগ্রহণ সম্পন্নে আগ্রহী। যৌথ বিবৃতিতে জানানো হয়, স্যাভির তত্ত্বাবধানে স্কোপলি স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। গত বছর রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে এসপিএ জানায়, সৌদি আরবকে বৈশ্বিক গেমিং হাবে পরিণত করতে ১৪ হাজার ২০০ কোটি রিয়াল বা ৩ হাজার ৭৮৫ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে স্যাভি। রয়টার্স

কোন মন্তব্য নেই