ভারতে নিজস্ব মালিকানাধীন রিটেইল স্টোর অ্যাপলের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতে নিজস্ব মালিকানাধীন রিটেইল স্টোর অ্যাপলের


ভারতের মুম্বাইয়ে নিজস্ব মালিকানাধীন প্রথম অফিসিয়াল রিটেইল স্টোর চালু করতে যাচ্ছে অ্যাপল। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক সংস্থাটি সম্প্রতি এ তথ্য জানিয়েছে।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে ভারতে একটি অনলাইন রিটেইল স্টোর চালু করেছিল অ্যাপল। এর এক বছর পরে অফলাইন স্টোর চালুর পরিকল্পনা থাকলেও কভিড-১৯ মহামারীর কারণে সেটি বিলম্বিত হয়। তবে খুব শিগগিরই সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে বলে জানিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।


অ্যাপলের প্রোডাক্টগুলো বহু বছর ধরে ভারতের বাজারে অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্লাটফর্মে বিক্রি হয়ে আসছে। বিক্রি হচ্ছে রিসেলারদের মাধ্যমেও। রয়টার্সের তথ্য বলছে, প্রায় ৭০ কোটি স্মার্টফোন ব্যবহারকারী নিয়ে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার।


আইফোনসহ অ্যাপলের কিছু ডিভাইস ভারতীয় কারখানায় তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকন ও উইস্ট্রন করপোরেশনের সঙ্গে চুক্তির মাধ্যমে অ্যাসেম্বল বা প্রস্তুত করা হয়। এর ফলে ভারতে স্মার্টফোন উৎপাদন এবং স্মার্টফোনের বাজার বেড়েছে। বিশেষ করে অ্যাপলের। বাড়তি চাহিদা পূরণে, ভারতীয় কারখানায় আইপ্যাড এবং এয়ারপডের মতো প্রোডাক্টগুলোও প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে অ্যাপল।


ভারতীয় সেলুলার অ্যান্ড ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশন (আইসিইএ) জানিয়েছে, ২০২২ সালের এপ্রিল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে প্রায় ৯০০ কোটি ডলার মূল্যের স্মার্টফোন রফতানি করা হয়েছে।

কোন মন্তব্য নেই