আলবেনিয়ার রেস্তোরাঁয় বিল দেয়নি পর্যটক, ইতালির প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আলবেনিয়ার রেস্তোরাঁয় বিল দেয়নি পর্যটক, ইতালির প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

 

আলবেনিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর বেরাতের একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে বিল পরিশোধ না করে পালিয়ে গেছেন ইতালির চার পর্যটক। এ ঘটনা দেশ দুটির সরকারপ্রধানের আলোচনায় উঠে এসেছে।


গতকাল শনিবার (১৯ আগস্ট) মাইক্রো ব্লগিং সাইট এক্সে ঘটনাটি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।


সম্প্রতি আলবেনিয়ায় ছুটি কাটাতে যান মেলোনি। সেখানেই আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার কাছে পর্যটকদের কাণ্ড সম্পর্কে জানতে পারেন।


এরপর মেলোনি টুইটে জানান, ইতালীয় চার পর্যটক খাবার খেয়ে টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার কথা শুনে তিনি লজ্জিত হয়েছেন।


তিনি মনে করেন, মজা করতে গিয়ে পর্যটকরা প্রতারণা করেছেন। যার মাধ্যমে অন্যদের কাজের প্রতি সম্মান দেখানো হয়নি। এতে বিদেশে ইতালিকে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি বলেও মনে করেন মেলোনি।


আরো জানান, বিষয়টি অবগত হওয়ার পরপরই ইতালির রাষ্ট্রদূতকে পাঠিয়ে বিল মিটিয়ে দিয়েছেন।


এদিকে আলবেনিয়ার ইতালীয় দূতাবাস এক বিবৃতি বলেছে, ইতালির নাগরিকরা নিয়ম মেনে চলেন। তাদের পাওনা পরিশোধ করা হয়েছে। আমরা আশা করি, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।


গত সপ্তাহে পরিবারের সদস্যদের নিয়ে আলবেনিয়ায় কিছুদিন কাটান জর্জিয়া মেলোনি।

কোন মন্তব্য নেই